নিউজপলিটিক্স

সামনেই পুরভোট, টিকিট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী

×
Advertisement

শনিবার রাতে তৃণমূল ভবনে মেয়র ফিরহাদ হাকিম এবং দলের সভাপতি সুব্রত বক্সি কলকাতার দলীয় কাউন্সিলরদের ডেকে স্পষ্ট জানিয়ে দিলেন আসন্ন পুরভোটে কোন ওয়ার্ডে কে টিকিট পাবেন আর কে পাবে না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না কোনো সাংসদ, মন্ত্রী, বিধায়ক।

Advertisements
Advertisement

মিনিট দশেকের বৈঠকে টিকিট পাওয়া না পাওয়া নিয়ে জটিলতা বন্ধ করতে ফিরহাদ জানান ওয়ার্ডের প্রতি সকলের দায়িত্ব রয়েছে। যারা সংরক্ষণের জন্য দাঁড়াতে পারবেন না তারা যেন কাজ বন্ধ না করে, কারণ মুখ্যমন্ত্রীর নজর সবদিকেই আছে।

Advertisements

আরও পড়ুন : করোনা ভাইরাস প্রকোপ, অস্থায়ীভাবে ই-ভিসা পরিষেবা বন্ধ করলো ভারত সরকার

Advertisements
Advertisement

টিকিট না পাওয়ার গুজবে কান দিয়ে বেশ কয়েকজন কাউন্সিলার কাজ না করায় ওয়ার্ডের কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুই নেতা কাউন্সিলরদের স্পষ্ট জানান পাঁচ বছর তাদের দায়িত্ব পালন করতে হবে। টিকিট পাবে না ধরে নিয়ে বসে থাকলে হবে না। তিনি আরোও বলেন গুজবে কান না দিয়ে মন দিয়ে কাজ করতে। টিকিট একমাত্র দলনেত্রীই দেবেন।

রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানিয়েছেন পুর ভোট ঘোষণার আগে শেষ করতে হবে ১০০ শতাংশ কাজ। তবে পুরভোটের খসড়া তালিকায় যাদের নাম দাঁড়াতে না পারে তালিকায় উঠে এসেছে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button