কলকাতানিউজ

মাত্র ১৪ জন যাত্রী নিয়ে উড়ল লন্ডন-কলকাতা বিমান

Advertisement
Advertisement

কলকাতা: বহু বছর পর ফের চালু হয়েছে লন্ডন থেকে কলকাতা এয়ার ইন্ডিয়ার বিমান। তবে এই উড়ানে বুধবার গভীর রাতে শহরে এসেছেন মাত্র ১৪ জন যাত্রী৷ এর মধ্যে ১২ জন ইকনমি ক্লাসে অন্য দু’জন ছিলেন বিজনেস ক্লাস-এ৷

Advertisement
Advertisement

কিন্তু করোনা আবহে বহু বছর পর এই বিমান পরিষেবা চালু হলেও সেই নিয়ে যথেষ্ট চিন্তায় রয়ে গেছেন বিমান সংস্থারা।  বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনারের মতো বড় বিমানে এত কম সংখ্যায় যাত্রী হলে বিমানসংস্থার জন্য তা যথেষ্ট চিন্তার বিষয় ৷ নিয়ম অনুযায়ী বিমান ছাড়ার আগে ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করানোর নিয়ম৷ এবং তার কিন্তু সেই সার্টিফিকেট অনেক যাত্রীই ঠিক সময়ে না পাওয়ার কারণে এদিন লন্ডন-কলকাতার বিমানে বসতে পারেননি৷

Advertisement

পরে সবমিলিয়ে ২৮ জন যাত্রী টিকিট কাটলেও সময় মতো কোভিড নেগেটিভ সার্টিফিকেট জোগাড় করতে না পারায় অবশেষে বুধবার এই বিমানে যাত্রা করতে সুযোগ পান মাত্র ১৪ জন যাত্রী।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button