পুলওয়ামার হামলার এক বছর পর হাইওয়েতে কনভয় চলাচলের বিষয়টি খতিয়ে দেখলেন কর্মকর্তারা
অরূপ মাহাত: গত বছরের ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কনভয়ে বোমা হামলার এক বছর পর শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কের কনভয়গুলি খতিয়ে দেখলেন কর্মকর্তারা। বিষয়টি নিয়ে সচেতন এক কর্মকর্তা জানালেন, জঙ্গি হানায় ৪০ জন সেনা জওয়ানের মৃত্যু ভারত ও পাকিস্তানকে যুদ্ধের মুখোমুখি এনে দাঁড় করিয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘খাদ্যসামগ্রী, রেশন দ্রব্য ইত্যাদি ওই একই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় এবং সৈন্যরা নিজেদের সুরক্ষার জন্য কনভয়ের সাথে এই জিনিসগুলি নিয়ে চলাচল করে।’ এই কর্মকর্তা আরও জানান, এক বছর আগে জম্মু ও শ্রীনগরের মধ্যে প্রতিদিন ১০-৭০ টি যানবাহন নিয়ে সৈন্যরা প্রতিদিন যাতায়াত করত। উল্টোদিকে, এখন এক মাসে মাত্র ৭-৮ টি গাড়ির কনভয় বিভিন্ন সরঞ্জাম এবং কিছু সৈন্য নিয়ে যাওয়ার কাজ করে।
অন্য এক সেনা আধিকারিক জানিয়েছেন, পুলওয়ামার হামলার পরে পাল্টা অভিযানে সন্ত্রাসবাদী নেটওয়ার্কের বেশিরভাগ অংশকে ভেঙে ফেলা হয়েছে। যার ফলে কনভয়গুলো সুরক্ষিত অবস্থায় চলাচল করতে পারছে। “জম্মু-শ্রীনগরের সাথে সংযোগকারী রাস্তাগুলিতে যখন কনভয়গুলি নিয়ে যাওয়া হয় তখন সুরক্ষার কারণে রাস্তাগুলো সিল করে দেওয়া হয়। জওহর টানেল থেকে শ্রীনগর পর্যন্ত রুট পর্যবেক্ষণকারী ক্লোজ সার্কিট ক্যামেরাগুলির একটি নেটওয়ার্কও আংশিকভাবে কাজ করছে এবং খুব শীঘ্রই সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।’ জানিয়েছেন ওই সেনা আধিকারিক।