নিউজদেশ

ভারতীয় জাতীয় পতাকায় অশোক চক্রের ২৪ টি দাগের অর্থ জানেন কি? রইল অন্তর্নিহিত ব্যাখ্যা

৭৫ তম স্বাধীনতা দিবসে দেশবাসী 'হার ঘর তিরঙ্গা' কর্মসূচিতে মেতে উঠেছেন

Advertisement
Advertisement

ভারতজুড়ে আজ খুশির দিন। পালিত হচ্ছে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। চলতি বছরের এই ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল দেশবাসীকে ‘হার ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানিয়েছেন। এই বিশেষ দিনে প্রত্যেকের বাড়িতেই মাথা উঁচু করে হাওয়ায় রাজার মত উড়বে ভারতীয় জাতীয় পতাকা। বলতে গেলে কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য। এই ভারতীয় জাতীয় পতাকা প্রত্যেক দেশবাসীর জন্য ইমোশান। এই পতাকা উত্তোলন যে সর্বোচ্চ সম্মানের তা বলার অপেক্ষা রাখে না। তবে এই বিশেষ জাতীয় পতাকার তাৎপর্য ব্যাপক গভীর। জাতীয় পতাকা সম্বন্ধে অজানা তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

ভারতীয় জাতীয় পতাকায় তিনটি রং রয়েছে। উপরের অংশটি গেরুয়া। মাঝের অংশটি সাদা এবং নিচের অংশটি সবুজ। সাদা অংশের মধ্যে রয়েছে নীল রংয়ের অশোক চক্র। আপনি কি জানেন কি এই অশোক চক্র? জানিয়ে রাখি, অশোক চক্রের আরেক নাম কর্তব্যের চাকা। এই অশোক চক্র মোট ২৪ টি স্পোক দিয়ে উপস্থাপন করা হয়। আর চক্রের এই ২৪টি স্পোকের প্রত্যেকটির আলাদা আলাদা গভীর অন্তর্নিহিত অর্থ রয়েছে। বলা চলে, এই ২৪ টি স্পোক একজন ব্যক্তির ২৪টি গুণের প্রতিনিধিত্ব করে। এইগুলিকে মানুষের জন্য তৈরি করা ২৪ টি ধর্মীয় পথ বলে বিবেচনা করা হয়। প্রতিবেদনের শেষ অংশে জেনে নিন ২৪টি স্পোকের অন্তর্নিহিত অর্থ।

Advertisement
  • প্রথম চক্র :- শুদ্ধতা (সাধারণ জীবনযাপন করতে অনুপ্রাণিত করে)
  • দ্বিতীয় চক্র:- স্বাস্থ্য (শরীর ও মন থেকে সুস্থ থাকতে অনুপ্রাণিত করে)
  • তৃতীয় চক্র:- শান্তি (সারা দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য)
  • চতুর্থ চক্র:- ত্যাগ (দেশ ও সমাজের স্বার্থে যে কোনও ত্যাগের জন্য প্রস্তুত থাকা)
  • পঞ্চম চক্র:- নৈতিকতা (পেশাগত ও ব্যক্তিগত জীবনে উচ্চ নৈতিকতা বজায় রাখা)
  • ষষ্ঠ চক্র:- সেবা (প্রস্তুত ) প্রয়োজনে দেশ ও সমাজের সেবা করা)
  • সপ্তম চক্র:- ক্ষমা (মানুষ এবং অন্যান্য প্রাণীর প্রতি ক্ষমার অনুভূতি)
  • অষ্টম চক্র:- প্রেম (দেশ এবং ঈশ্বরের অন্যান্য সমস্ত প্রাণীর প্রতি ভালবাসার অনুভূতি)
  • নবম চক্র:- বন্ধুত্ব (সকল নাগরিকের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা)
  • দশম চক্র:- ভ্রাতৃত্ব (দেশে ভ্রাতৃত্ববোধ বিকাশের জন্য)
  • একাদশ চক্র:- সংগঠন (জাতির ঐক্য ও অখণ্ডতা শক্তিশালীকরণ)
  • দ্বাদশ চক্র:- কল্যাণ (দেশ এবং সমাজ সম্পর্কিত কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ)
  • ত্রয়োদশ চক্র:- সমৃদ্ধি (দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন)
  • চতুর্দশ চক্র:- শিল্প (দেশের শিল্প অগ্রগতিতে সহায়তা করা)
  • পঞ্চদশ চক্র:- নিরাপত্তা (সর্বদা প্রস্তুত থাকা দেশের সুরক্ষা)
  • ষোড়শ চক্র:- সচেতনতা (সত্য সম্পর্কে সচেতন হওয়া এবং গুজবে বিশ্বাস না করা)
  • সপ্তদশ চক্র:- সমতা (সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা)
  • অষ্টাদশ চক্র:- অর্থ (অর্থের সর্বোত্তম ব্যবহার)
  • ঊনবিংশ চক্র:- নীতি (দেশের নীতিতে বিশ্বাস রাখা)
  • বিংশ চক্র:- ন্যায়বিচার (সকলের জন্য ন্যায়বিচারের কথা বলা)
  • একবিংশ চক্র: – সহযোগিতা (একত্রে কাজ করা)
  • বাইশতম চক্র:- কর্তব্য (সততার সাথে দায়িত্ব পালন করা)
  • ত্রয়বিংশ চক্র:- অধিকার (আপনার অধিকারের অপব্যবহার করবেন না)
  • চব্বিশতম চক্র:- প্রজ্ঞা
Advertisement

Related Articles

Back to top button