টলিউডবিনোদন

সাত পাকে বাঁধা পড়লেন দুর্নিবার ও মীনাক্ষী, রইল বিয়ের সমস্ত ছবি

×
Advertisement

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন ‘জি বাংলা সারেগামাপা’-র বিজেতা গায়ক দুর্নিবার সাহা (Durnibar saha) এবং তাঁর প্রেমিকা মীনাক্ষী মুখার্জি (Minakshi mukherjee)। এর আগে 2017 সালে রেজিস্ট্রি ম্যারেজ করে একসঙ্গে থাকতে শুরু করেন দুর্নিবার ও মীনাক্ষী। তিন বছর একসাথে থাকার পর 21 শে ফেব্রুয়ারি সামাজিক অনুষ্ঠান মেনে মালাবদল ও সিঁদুরদান এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে হল দুর্নিবার ও মীনাক্ষীর। নিউটাউনের ‘স্বপ্নভোর’ রিসর্টে করোনা বিধিনিষেধ মেনে হল বিয়ের অনুষ্ঠান। দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের আসরে বসেছিল তারার মেলা। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী (Imon chakraborty), নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh), ইমনের প্রাক্তন বয়ফ্রেন্ড গায়ক শোভন গাঙ্গুলী (shobhan Ganguly), শোভনের বর্তমান গার্লফ্রেন্ড স্বস্তিকা দত্ত (swastika dutta), উজ্জয়িনী (ujjaini), প্রবুদ্ধ দাশগুপ্ত (prabudhdha Dasgupta), মেখলা (Mekhola)প্রমুখ তারকারা। 20 শে ফেব্রুয়ারি ছিল দুর্নিবার-মীনাক্ষীর আইবুড়োভাত, সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান।

Advertisements
Advertisement

Advertisements

সঙ্গীত অনুষ্ঠানে একসঙ্গে ছবি তুলেছেন নববিবাহিত দম্পতি ইমন ও নীলাঞ্জন (Nilanjan Ghosh) এবং হবু দম্পতি দুর্নিবার ও মীনাক্ষী। ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল ইমনের প্রাক্তন বয়ফ্রেন্ড গায়ক শোভন গাঙ্গুলী ও তাঁর বান্ধবী স্বস্তিকা দত্তকেও। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছিল দুর্নিবার ও মীনাক্ষীর ‘দুর্নিবার’ সঙ্গীত অনুষ্ঠান। এদিন দুর্নিবারের মধ্যে কোনও স্টারডম ছিল না। তিনি নিজেই সঙ্গীত অনুষ্ঠানের তদারকি করছিলেন। তবে সম্পূর্ণ অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন মীনাক্ষী। সঙ্গীত অনুষ্ঠানের ছবিগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে দুর্নিবার ও মীনাক্ষীর বিয়ে বা সঙ্গীত অনুষ্ঠানে একবারের জন্যও একসঙ্গে ফ্রেমে দেখা যায়নি ইমন ও শোভনকে। দুই প্রাক্তন বরাবর দূরত্ব বজায় রেখেছিলেন।

Advertisements
Advertisement

21 শে ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠানে দুর্নিবার ও মীনাক্ষী সেজেছিলেন বাঙালি সাজে। মীনাক্ষীর পরনে ছিল লাল রঙের জারদৌসি বেনারসী এবং দুর্নিবার পরেছিলেন অফহোয়াইট রঙের পাঞ্জাবি ও সাদা রঙের ধুতি।

বাঙালি বিয়ের মন্ডপ সাজানো হয়েছিল ফুল দিয়ে। মেনুও হয়েছে নিপাট বাঙালি। বিয়ের অনুষ্ঠানের মেনুতে ছিল জিরা রাইস, মাটন কষা, চিংড়ি মাছের মালাইকারির মতো পদ। 23 শে ফেব্রুয়ারি হবে দুর্নিবার-মীনাক্ষীর রিসেপশন। রিসেপশনের মেনু সাজবে মোগলাই খানায়। থাকবে বিরিয়ানি, কাবাব, ফিরনি। বৌভাতের পরদিন সকালেই পাহাড় বা জঙ্গলে অপরিকল্পিত মধুচন্দ্রিমার জন্য বেরিয়ে পড়বেন নবদম্পতি।

পাঁচ বছর আগে ‘সারেগামাপা’-র প্রতিযোগী দুর্নিবারের জন্য মহিলারা একটি আলাদা ফ্যানবেস তৈরী করে ফেলেছিলেন। কিন্তু মীনাক্ষী সোশ্যাল মিডিয়ায় দুর্নিবারকে খুঁজে বের করে ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। এই বন্ধুত্ব দুই বছরের মাথায় পরিণত হয়েছিল প্রেমে, পেয়েছিল আইনি স্বীকৃতি। এখন মীনাক্ষীও দুর্নিবারের সঙ্গে মঞ্চে গান গেয়ে থাকেন।

Related Articles

Back to top button