ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাসের শেষেই পাবেন পিএফের সুদের টাকা, জানুন কিভাবে চেক করতে হয় ব্যালান্স

এই মাসের শেষের দিকে সরকারী এবং বেসরকারী কর্মীদের জন্য পিএফের সুদের টাকা দিচ্ছে ইপিএফও

×
Advertisement

সরকারি এবং বেসরকারি কর্মীদের জন্য খুশির খবর। এ মাসের শেষের দিকে আপনার একাউন্টে ঢুকতে পারে একটা মোটা অংকের টাকা। জানা যাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন চলতি মাসের শেষে 6 কোটি গ্রাহকের একাউন্টে ৮.৫ শতাংশ হারে সুদ পাঠাতে চলেছে। যার জেরে সরকারি এবং বেসরকারি কর্মীদের সুবিধা হবে।

Advertisements
Advertisement

প্রায় সমস্ত কর্মচারী বর্তমানে পিএফ একাউন্ট মেনটেন করেন। কিন্তু অনেকেই জানেন না কিভাবে এই একাউন্টের ব্যালেন্স চেক করতে হয়। আপনারা বাড়িতে বসে খুবই সহজে আপনার নিজের পিএফ একাউন্ট ব্যালেন্স যাচাই করে দেখে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি।

Advertisements

1. উমঙ্গ অ্যাপ – আপনার ফোনে যদি আপনি এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তাহলে আপনি আপনার পিএফ একাউন্ট এর সমস্ত তথ্য দেখে নিতে পারেন খুবই সহজে। এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপরে আপনাকে ইপিএফও অপশনে যেতে হবে। সেখানে গিয়ে এমপ্লয়ী সেন্ট্রিক সার্ভিস অপশনে ক্লিক করবেন।তারপরে আপনার কাছে ভিউ পাসবুক বলে আর একটি অপশন চলে আসবে। এখানে আপনাকে আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর UAN দিতে হবে। তারপরে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি আপনাকে এন্টার করতে হবে অ্যাপে। তাহলে আপনি আপনার পিএফ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।

Advertisements
Advertisement

2. এসএমএস – এসএমএসের মাধ্যমেও আপনারা আপনার পিএফ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজে। এর জন্য আপনাকে আপনার রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে EPFOHO স্পেস দিয়ে আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর স্পেস দিয়ে ENG টাইপ করে 7738299899 নম্বরে মেসেজ পাঠালে ইপিএফও আপনার একাউন্ট এর সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবে।

3. অনলাইনের মাধ্যমে – আপনি যদি অনলাইনের মাধ্যমে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে যেতে হবে ইপিএফও এর অফিশিয়াল ওয়েবসাইটে epfindia.gov.in এ গিয়ে প্রথমে আপনাকে e-passbook অপশনটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে ইউএএন অর্থাৎ ইউনিভার্সাল একাউন্ট নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে। তার পরে আপনার কাছে একটি অন্য পেজ খুলবে। সেই পেজে আপনাকে নিজের মেম্বার আইডি দিতে হবে। তারপরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনি আপনার পিএফ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

4. মিসকল পদ্ধতি – কেবলমাত্র একটি মিসকল দিলেই আপনি আপনার পিএফ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন। তবে এর জন্য আপনাকে আপনার ইউনিভার্সাল একাউন্ট নম্বরে কেওয়াইসি আপডেট করিয়ে রাখতে হবে আগে থেকে। যদি আপনার ইউনিভার্সাল একাউন্ট নম্বরে কেওয়াইসি আপডেট করানো থাকে তাহলে আপনাকে 011-22901406 নম্বরে একটি মিসকল দিতে হবে। মিসকল দিলেই আপনার রেজিস্টার করা নম্বরে আপনার পিএফ একাউন্ট এর সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে মুহূর্তের মধ্যেই।

Related Articles

Back to top button