বলিউডবিনোদন

স্পষ্ট উন্মুক্ত বক্ষ বিভাজিকা, তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রী নোরা ফতেহি

Advertisement
Advertisement

সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin siddiqi) বলিউডের নায়িকাদের কটাক্ষ করে বলেছিলেন, করোনা যখন সর্বগ্রাসী হয়ে উঠেছে, তখন বলিউডের নায়িকারা তাঁদের বিবেক-বোধ হারিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে যাচ্ছেন। এটা যথেষ্ট লজ্জাজনক। তার কয়েক ঘন্টার মধ্যেই বলিউডের বিখ্যাত আইটেম ডান্সার নোরা ফতেহি (Nora Fatehi)-র একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে নোরাকে এয়ারপোর্টে দ্রুত হেঁটে যেতে দেখা যাচ্ছে। তাঁর পরনে ছিল কালো রঙের ডিপ নেক ট্রান্সপারেন্ট টপ , সাদা ব্লেজার ও কালো ট্রাউজার। নোরার মুখ কালো মাস্কে ঢাকা ছিল এবং চোখে ছিল সানগ্লাস। নোরার এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ নোরার পোশাক নিয়ে ট্রোল করে নোরাকে ‘লজ্জাহীনা’, ‘সস্তা মেয়ে’-র মত কটু কথা বলতে থাকেন। অনেকে আবার নওয়াজউদ্দিনের পথে হেঁটে নোরাকে বলেন, করোনা অতিমারীর সময়ে একজন সেলিব্রিটি হয়ে নোরা কিভাবে দায়িত্ব এড়িয়ে চলে যাচ্ছেন। তবে নোরার তরফ থেকে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
Advertisement

কয়েক মাস আগেই নোরা ফতেহির ইন্সটাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স-এর সংখ্যা দাঁড়িয়েছে 20 মিলিয়ন। ফলে নোরা ও তাঁর মরক্কান স্কোয়াড সেলিব্রেশনের জন্য বেছে নেন ‘ডান্স ইন দি ডেজার্ট’ অর্থাৎ মরুভূমির বালিয়াড়ির বুকে নাচ। এই ভিডিওতে নোরার পরনে রয়েছে অফ শোল্ডার হোয়াইট ড্রেস। এই ড্রেসে নোরাকে অপূর্ব সুন্দরী লাগছে।

Advertisement

নোরা ফতেহি অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য শৈশবেই নোরাকে কাজ শুরু করতে হয়। অভাবের তাড়নায় ছেড়ে দিতে হয় পড়াশোনা। সেই সময় নোরা বিভিন্ন ক্লাবে বেলি ডান্স করে অর্থ উপার্জন করতেন। একসময় বেলি ডান্সার হিসাবে নোরার খ্যাতি ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পরে নোরা ভারতে এসে মডেলিং-এর কাজ শুরু করেন। একসময় সুযোগ আসে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার। ‘বিগ বস’ জিততে না পারলেও নোরা ফতেহি টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।এরপরই আসতে শুরু করে ফিল্মে আইটেম ডান্স করার অফার। কয়েকটি দক্ষিণ ভারতীয় ফিল্মে আইটেম ডান্স করার পর নোরার কাছে আসে জন আব্রাহাম (John Abraham)অভিনীত ‘সত্যমেব জয়তে’ ফিল্মে আইটেম ডান্সের অফার। এই ফিল্মে ‘দিলবর’ গানটি রিক্রিয়েট করা হয়। এই গানের সঙ্গে বেলি ডান্স করেন নোরা। একসময় মডেল-অভিনেত্রী সুস্মিতা সেন(susmita sen)-এর একটি ফিল্মে ‘দিলবর’ গানটি ব্যবহার করা হয়েছিল। সেই সময় এই গানে সুস্মিতার পারফরম্যান্স প্রশংসনীয় হয়েছিল। নোরার ‘দিলবর’ ভিডিওটি রিলিজ করার পরেই সুস্মিতার সঙ্গে নোরার তুলনা শুরু হয়। কিন্তু সুস্মিতা সেন নোরার ‘দিলবর’কে নিজের ব্যক্তিগত পছন্দের তালিকায় স্থান দেন। তিনি বলেন, নোরার মত ডান্সার ‘দিলবর’কে পরিপূর্ণ করেছে। এরপর নোরাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই মুহূর্তে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত আইটেম ডান্সার।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button