নিউজ

আর লাইনে দাঁড়িয়ে নয়! বাড়িতে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার কার্ড ডিজিটাল করুন!

×
Advertisement

১লা সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত ভোটারের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু শুধুমাত্র স্মার্টফোন থাকলেও এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে শুধুমাত্র এই একটা অ্যাপের মাধ্যমে। এর জন ভারতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে হবে। এর পরবর্তী প্রক্রিয়া গুলো জেনে নিন।

Advertisements
Advertisement

১, অ্যাপনি ইনস্টল হয়ে গেলে সম্মতি দেওয়ার জন্য agree তে ক্লিক করতে হবে।
২, পোগ্রাম শুরু হয়ে গেলে মোবাইল নম্বর চাইবে। যেটি আপনার ভোটার কার্ডের সাথে সংযুক্ত হবে।
৩, এরপর send otp তে ক্লিক করলে সেই নম্বরে otp চলে আসবে।
৪, otp ভেরিফিকেশন হয়ে গেলে এপিক নম্বর সার্চ করে ভোটার তথ্য খুঁজে পেলে its me অপশনে ক্লিক করবেন।
৫, এরপরই আপনার এপিক নম্বরের সাথে মোবাইল নম্বর রেজিস্টার হয়ে যাবে।
৬, মোবাইল নম্বর রেজিস্টার হয়ে গেলে ok অপশনে ক্লিক করতে হবে। সেখানে নিজের নাম, ঠিকানা, ছবি সংশোধন করে নিতে পারবেন।
৭, তথ্য সংশোধন বা নিজের মোবাইলে তোলা ছবি আপলোড করার জন্য modify অপশনে ক্লিক করতে হবে।
৮, ঠিকানা সংশোধন করার জন্য type of document গিয়ে সঠিক তথ্য আপলোড করতে হবে।

Advertisements

Related Articles

Back to top button