Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বেডরুমে এভাবে রোমান্স করছেন নিরহুয়া-আম্রপালি, ভিডিও ব্যাপক সাড়া দিয়েছে (VIDEO)

Updated :  Thursday, August 3, 2023 12:35 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। সাথে ছিলেন আরো এক পরিচিত অভিনেত্রী, শ্রুতি রাও। উল্লেখ্য আম্রপালি ও নীরাহুয়া দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে হাজারে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘ঘারওয়ালি বাহারওয়ালি’ গানের তালেই পর্দায় পার্কের মধ্যেই রোমান্স করেছেন অভিনেত্রীর সাথে। খুব সম্ভবত ছবিতে স্বামী-স্ত্রী হিসাবেই দেখা গিয়েছিল তাদের। অবশ্য এদিন পর্দায় দেখা মিলেছিল আরো এক অভিনেত্রী শ্রুতির, যিনি অভিনেতার প্রেমিকার চরিত্রেই অভিনয় করেছিলেন। দুজনকে একসাথে নিয়েই রীতিমতো দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেতা। আর তাদের সেই ত্রিকোণ রোমান্সের দৃশ্য দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছিলেন, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘ওয়েভ মিউজিক ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৭ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। ৭ মাস আগে শেয়ার করা হলেও এটি যে তারও বেশ কিছু সময় আগেকার, তা ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে। বর্তমানে সেই ঝলক ৯০ হাজারেরও কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। গানটি ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়ক-অভিনেতা নীরাহুয়া ও ইন্দু সোনালীর কন্ঠেই শোনা গিয়েছিল। অন্যতম জনপ্রিয় ভোজপুরি ছবি ‘রাজা ডোলি লেকে আজা’র গান এটি। এই গানের কথা দিয়েছিলেন আশুতোষ তিওয়ারি। সুর দিয়েছিলেন মধুকর আনন্দ। আপাতত, এই গানের ঝলকের সূত্র ধরেই পুনরায় দর্শকদের একাংশের মাঝে চর্চিত উল্লেখ্য তিন তারকা।