Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নীলাঞ্জনার জন্মদিন! পার্টিতে অভিনেত্রী রচনা সহ তারকাদের মেলা, রইল জন্মদিনের সমস্ত ছবি

অভিনেতা যীশু সেনগুপ্ত (Jissu sengupta)-র স্ত্রী নীলাঞ্জনা (Nilanjana sengupta) 21 শে ফেব্রুয়ারি পার করলেন পঞ্চাশটি বসন্ত। যীশুর ঘরণী নীলাঞ্জনা একযোগে যীশুর ঘর ও প্রোডাকশন হাউস ‘ব্লু ওয়াটার পিকচার্স'-এর যাবতীয় দায়িত্ব…

Avatar

অভিনেতা যীশু সেনগুপ্ত (Jissu sengupta)-র স্ত্রী নীলাঞ্জনা (Nilanjana sengupta) 21 শে ফেব্রুয়ারি পার করলেন পঞ্চাশটি বসন্ত। যীশুর ঘরণী নীলাঞ্জনা একযোগে যীশুর ঘর ও প্রোডাকশন হাউস ‘ব্লু ওয়াটার পিকচার্স’-এর যাবতীয় দায়িত্ব সামলান। এদিন নীলাঞ্জনার বার্থডে পার্টি ছিল মূলতঃ ‘কিটি পার্টি’। পুরুষদের প্রবেশ ছিল নিষিদ্ধ। খুব সুন্দর একটি কেক কেটে নীলাঞ্জনা সেলিব্রেট করলেন বার্থডে। এদিন তাঁর পরনে ছিল সবুজ রঙের সিল্কের ড্রেস।

নীলাঞ্জনার জন্মদিনে উপস্থিত ছিলেন জুন মালিয়া (June Malya), কণীনিকা ব্যানার্জি (koneenica Banerjee), জিৎ (Jeet)-এর স্ত্রী মোহনা (Mohona), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee)-র স্ত্রী। উপস্থিত ছিলেন ‘দিদি নং 1’ রচনা ব্যানার্জি (Rachana Banerjee), রিধিমা (Ridhdhima)। রচনার পরনে ছিল সাদা রঙের ড্রেস। মোহনা পরেছিলেন গোলাপি-কমলা রঙের কম্বিনেশনের আনারকলি। গানের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন ‘গ‍্যাং অফ গার্লস’। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছিল নীলাঞ্জনার জন্মদিন। নীলাঞ্জনার জন্মদিনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এবারের জন্মদিন যীশু ফোনেই উইশ করেছেন তাঁর ঘরণীকে। কারণ যীশু সেই সময় শুটিংয়ের জন্য কলকাতার বাইরে ছিলেন। 22 শে ফেব্রুয়ারি মাঝরাতে যীশু ফিরেছেন কলকাতায়। নীলাঞ্জনা ও যীশুর বিয়ে হয়েছিল 2004 সালে। তখনও যীশু ইন্ডাস্ট্রিতে শক্ত জমি পাওয়ার জন্য লড়াই করছিলেন। যীশুর কেরিয়ার তৈরী করার জন্য, তাঁর পাশে থাকার জন্য নীলাঞ্জনা নিজের অভিনয় কেরিয়ার ছেড়ে দেন। খুব স্বল্প পুঁজি বিনিয়োগ করে যীশু ও নীলাঞ্জনা তৈরী করেন তাঁদের প্রোডাকশন হাউস ‘ব্লু ওয়াটার পিকচার্স’। ‘ব্লু ওয়াটার পিকচার্স’ থেকে প্রথমদিকে কয়েকটি বাংলা সিরিয়াল নির্মিত হয়েছিল যা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। এরপর যীশু মুম্বইতে অভিনয় শুরু করেন। এই মুহূর্তে ‘ব্লু ওয়াটার পিকচার্স’ কলকাতায় লাইন প্রোডিউসার হিসাবে কাজ করছে। যীশু ও নীলাঞ্জনার দুই মেয়ে রয়েছে।

About Author