Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হবু বউকে কোলে তুলে প্রি-ওয়েডিং ফটোশুট, নীলাঞ্জন ও ইমনের ছবি ভাইরাল

সম্প্রতি গায়িকা ইমন চক্রবর্তী (।man Chakraborty) ও তাঁর বাগদত্ত মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh) করলেন প্রি-ওয়েডিং ফটোশুট। ফটোশুটের ছবিগুলি ইমন ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি সুরে সুরে…

Avatar

সম্প্রতি গায়িকা ইমন চক্রবর্তী (।man Chakraborty) ও তাঁর বাগদত্ত মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh) করলেন প্রি-ওয়েডিং ফটোশুট। ফটোশুটের ছবিগুলি ইমন ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি সুরে সুরে ছুঁয়ে যেতে চান তাঁর ভালোবাসাকে। ছবিগুলিতে মূলত সাদা রঙের পোশাক ব্যবহার করেছেন ইমন ও নীলাঞ্জন।  ইমন কয়েকটি ছবিতে পরেছেন সাদা শাড়ি, কয়েকটি ছবিতে পরেছেন সাদা আনারকলি। নীলাঞ্জন পরেছেন সাদা রঙের পাঞ্জাবি, কখনো সাদা ব্লেজার। ইমন ও নীলাঞ্জনে ছবিগুলির প্রশংসা করেছেন নেটিজেনরা।

হবু বউকে কোলে তুলে প্রি-ওয়েডিং ফটোশুট, নীলাঞ্জন ও ইমনের ছবি ভাইরাল

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অক্টোবর মাসে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষের এনগেজমেন্ট হয়েছে। নীলাঞ্জন ও ইমনের কর্মসূত্রে দীর্ঘদিনের আলাপ থাকলেও তাঁদের প্রেমের বয়স বেশি নয়।  এর আগে যখন ইমন ও নীলাঞ্জনের প্রেমের গুঞ্জন টলিউডের বাতাসে ভাসছিল তখন ইমন তা নিছক গুজব বলে উড়িয়ে দেন। তিনি জানিয়েছিলেন, তাঁর সম্পর্কের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানাবেন।  সেইমতো নীলাঞ্জনের সাথে বাগদান পর্ব সারা হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইমন। ইমন ও নীলাঞ্জনকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন।  চলতি বছরের গোড়ায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা রয়েছে  ইমন ও নীলাঞ্জনের। নীলাঞ্জনের সঙ্গে ইমনের নজরুলগীতির মিউজিক ভিডিও ‘পরদেশী মেঘ’-এ একসাথে কাজ করেছেন ইমন ও নীলাঞ্জনের। এছাড়া ইমনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ  করেছেন নীলাঞ্জন।

হবু বউকে কোলে তুলে প্রি-ওয়েডিং ফটোশুট, নীলাঞ্জন ও ইমনের ছবি ভাইরাল

এর আগে গায়ক শোভন গাঙ্গুলী(shobhan Ganguly)-এর সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্কে ছিলেন ইমন। বয়সের ফারাক থাকা সত্ত্বেও ইমন ও শোভনের রসায়ন ইন্ডাস্ট্রির চর্চার বিষয় হয়ে উঠেছিল।  এমনকি জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’-এ  গেম শোয়ের অ্যাঙ্কর অভিনেত্রী রচনা ব্যানার্জি(Rachana Banerjee)ইমন ও শোভনকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে ইমন ও শোভনের সম্পর্ক ভেঙে যায়।   এরপর নীলাঞ্জনের সঙ্গে সম্পর্ক শুরু হয় ইমনের।

হবু বউকে কোলে তুলে প্রি-ওয়েডিং ফটোশুট, নীলাঞ্জন ও ইমনের ছবি ভাইরাল

About Author