টলিউডবাংলা সিরিয়ালবিনোদনভাইরাল & ভিডিও

কৃষ্ণনাম গেয়ে ফ্যানেদের মন জিতে নিলেন ‘কৃষ্ণকলি’র নিখিল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

অভিনেতা নীল ভট্টাচার্য (neel bhattacharya) সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ।  প্রায়ই তিনি তাঁর প্রেমিকা তৃণা সাহার সঙ্গে খুনসুটির ভিডিও শেয়ার করেন। কিছুদিন আগেই একটি মজার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীল যেখানে তিনি আইসক্রিম খাচ্ছেন। হঠাৎ তাঁর পাশে এসে বসেন তাঁর হবু বউ তৃণা। নীলকে তৃণা ‘আই লাভ ইউ’ বলেন। কিন্তু নীল  বলেন, তিনি অন্য কাউকে ভালোবাসেন।  এই কথায় তৃণা চটে গেলে নীল তখন বলেন, তৃণার হাসি তাঁর বেশি পছন্দের।  তবে সম্প্রতি ইন্সটাগ্রামে নীলের ডান্স ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে।  ‘কৃষ্ণকলি’র শুটিং-এর সেটে নীল বলিউড ফিল্ম ‘ভুলভুলাইয়া’র জনপ্রিয় গান ‘হরে কৃষ্ণ হরে রাম’-এর সঙ্গে তুমুল নেচেছেন।  তাঁর সাথে নেচেছেন ‘কৃষ্ণকলি’র অন্যান্য কলাকুশলীরাও। নীলের ডান্স ভিডিওর ভিউয়ারস এই মুহূর্তে একানব্বই হাজার ছাড়িয়ে গিয়েছে।

Advertisement
Advertisement

Advertisement

একটি সাক্ষাৎকারে নীল ও তৃণা জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ও তৃণা।  2021 সালের 4 ঠা  ফেব্রুয়ারি সিটি ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে।  তবে ভ‍্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি হবে নীল ও তৃণার গ্র‍্যান্ড রিসেপশন।  কিন্তু নীল ও তৃণার রিসেপশনের দিনে পুরুলিয়ার বিলাসবহুল রিসর্টে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে  টেলিটাউনের আরেক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ ও প্রমিতার। ফলে মিডিয়া হাইপ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দুই জুটির ক্ষেত্রেই। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে।  নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ।  তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।

Advertisement
Advertisement

গত দশ বছর ধরে তৃণা ও নীল সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাঁরা তাঁদের দিওয়ালি স্পেশ‍্যাল ফটোশুট-এর ছবি শেয়ার করেছেন  করলেন ইন্সটাগ্রামে।  তৃণা ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।  এই ছবিগুলিতে তৃণা পরেছিলেন হলুদ রঙের শিফন শাড়ি।  নীলের পরনে ছিল হালকা কমলা রঙের পাঞ্জাবি। নীল ও তৃণা ঘনিষ্ঠ ফটোগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছে।  নীল ও তৃণা দুজনেই নেটিজেনদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দিওয়ালি উপলক্ষ্যে তৃণা ও নীল শব্দবাজি না ব্যবহার করার বার্তা দিয়েছেন।  তাঁরা বলেছেন, শব্দবাজি ব্যবহারের কারণে বাতাস আরও দূষিত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ফলে নীল ও তৃণা নিজেরাও শব্দবাজি ব্যবহার করা থেকে বিরত থেকেছেন।

পুজোর আগে তাঁরা দুজনে ফটোশুট করেছিলেন। সেই ফটোশুটের জন্য পোশাকের রঙ ছিল লাল-সাদা।  এমনকি তাঁরা দুজনে বিখ্যাত বলিউড ফিল্ম  ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেছিলেন। নীল ও তৃণার এই ছবিগুলি ও ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন।  তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে।  কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন।  নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন।  কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য।  তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে!  এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তৃণা।  আপাতত নেটিজেনরা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসে তৃণাকে বধূবেশে দেখার।

Advertisement

Related Articles

Back to top button