অফবিটভাইরাল & ভিডিও

নেহা কক্করের ‘কালা চশমা’ গানে তুমুল নাচলেন নিউজিল্যান্ডের পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

সম্প্রতি নিউজিল্যান্ডে ভারতীয় হাইকমিশন-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে গীতা মোহন নামে এক অফিসার শেয়ার করেছেন দিওয়ালি স্পেশ‍্যাল ভিডিও। এই ভিডিও দেখে সকলের চক্ষু চড়কগাছ। ভিডিওতে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ড পুলিশের কয়েকজন অফিসার নাচছেন জনপ্রিয় বলিউড গান ‘কালা চশমা’ র সঙ্গে। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

Advertisement
Advertisement

সম্প্রতি ‘মাল্টিকালচারাল কাউন্সিল অফ ওয়েলিংটন’ দিওয়ালি উপলক্ষ্যে আয়োজন করেছিলেন একটি ইভেন্টের। সেই ইভেন্টে ‘ওয়েলিংটন পুলিশ অ্যাকাডেমী’র অফিসার-রাও উপস্থিত ছিলেন। দিওয়ালি পার্টি উপলক্ষ্যে বলিউডের বিভিন্ন জনপ্রিয় হিন্দি গান বাজানো হচ্ছিল। এমন সময় দেখা যায়, ‘ওয়েলিংটন পুলিশ অ্যাকাডেমী’র অফিসাররাও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে নাচছেন ‘কালা চশমা’ গানটির সাথে। এছাড়া আরেকটি জনপ্রিয় গান ‘কর গয়ি চুল’-এর সাথেও নাচতে দেখা যায় তাঁদের। এমনকি সবাইকে অবাক করে দিয়ে তাঁরা এই গানগুলির হুক-আপ স্টেপ-ও করেন। দর্শকদের কাছে প্রশংসনীয় হয় তাঁদের নাচ। দর্শকরা অনেকেই পুলিশ অফিসারদের নাচের ভিডিও তোলেন। ভিডিওতে দেখা যাচ্ছে দর্শকরা হাততালি দিয়ে পুলিশ অফিসারদের উৎসাহিত করছেন।

Advertisement

টুইটারে এই ভিডিওটি পোস্ট হতেই রীতিমত সাড়া পড়ে গিয়েছে। নেটিজেনরা নিউজিল্যান্ড পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই কমেন্ট করে নিউজিল্যান্ড পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকে আবার জানিয়েছেন দিওয়ালির শুভেচ্ছা। সব মিলিয়ে এটাই বলা যেতে পারে, ভারতবর্ষ এখনও জগৎসভায় তার শ্রেষ্ঠত্ব হারায়নি।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button