Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোদীর গুজরাত এবার আইপিএলে নবম দল, ফাইনালের পরেই শোরগোল ক্রিকেট দুনিয়ায়

এবার আর ৮টি দল না, ৯টি দল নিয়ে অনুষ্ঠিত হবে আইপিএল এর আসর। আগামী বছর আইপিএল-এ খেলতে চলেছে ৯টি ফ্র্যাঞ্চাইজি। সাফল্যের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওরফে আইপিএল…

Avatar

এবার আর ৮টি দল না, ৯টি দল নিয়ে অনুষ্ঠিত হবে আইপিএল এর আসর। আগামী বছর আইপিএল-এ খেলতে চলেছে ৯টি ফ্র্যাঞ্চাইজি। সাফল্যের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওরফে আইপিএল অনুষ্ঠিত করল বিসিসিআই। তাদের এই সাফল্যের পরে, সারাবিশ্বে বর্তমানে প্রশংসিত ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগে বিসিসিআইয়ের তরফ এর ঘোষণা করা হয়েছিল, করোনার কারণে এবছরের নিলাম বাতিল করা হবে। কিন্তু পরবর্তীতে নির্বিঘ্নে আইপিএল আয়োজিত হওয়ার পরে বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে, এবছরের নিলাম বাতিল করা হবে না। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, এক ফ্র্যাঞ্চাইজিদের কাছে ইতিমধ্যেই বোর্ড থেকে নিলামের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা জানিয়েছে,” আগামী কয়েক মাসের মধ্যেই নিলাম হচ্ছে। সেজন্য আমাদের তৈরি থাকতে বলা হয়েছে। সরকারিভাবে এখনো ঘোষণা না হলেও নতুন দল যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই নিলাম আয়োজন করা উচিত।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আগামী বছর আইপিএলের নবম দলটি হবে গুজরাটের। কিছু বছর আগে যখন চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে নির্বাচিত হয়েছিল তখন আইপিএল খেলতে এসেছিল রাইজিং পুনে সুপার জায়ন্টস এবং গুজরাট লায়ন্স। তবে চেন্নাই সুপার কিংস আবার ফিরে আসার পরে এই দুটি দল আইপিএল থেকে বেরিয়ে যায়। কিন্তু এবারে পুনরায় আইপিএলে আসতে চলেছে গুজরাটের দল। তবে লায়ন্স নয়, অন্য কোম্পানি গুজরাটের এই ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী। সরদার প্যাটেল স্টেডিয়াম হবে গুজরাটের দলটির হোম গ্রাউন্ড।

নিলামের ব্যাপারে এখনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি। নিয়ম অনুযায়ী, প্রত্যেকটি দল নিলামে তিনজন ক্রিকেটারকে রিটেন করতে পারে। সেই সঙ্গে রাইট টু ম্যাচ নিয়মের প্রয়োগ করে আরও দুজনকে ফ্র্যাঞ্চাইজিগুলি রেখে দিতে পারেন। কিন্তু নতুন দল যোগ হওয়ার পরে আইপিএলের রিটেনশন নিয়মে কিছু বদল আসার সম্ভাবনা রয়েছে। তবে সেই বদল এর ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

About Author