ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পেটিএম দোকানদারদের দিল একটা দারুন উপহার, এবার আর হবে না জালিয়াতি

দোকানদারদের জন্য এই নতুন সুবিধা চালু করেছে পেটিএম কর্তৃপক্ষ

×
Advertisement

মেক ইন ইন্ডিয়ার পথে দ্রুতগতিতে অগ্রসর হতে শুরু করেছে ভারত। এর পাশাপাশি এখন ব্যাংকিং সেক্টরে চালু হয়েছে নতুন নতুন বেশ কিছু প্রযুক্তি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থ প্রদানের জন্য নগদ অর্থের এখন আর প্রয়োজন নেই। আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে যে কাউকে টাকা পেমেন্ট করতে পারছেন। যে কোন দোকানেও আপনি বিভিন্ন উপায়ে টাকা পেমেন্ট করার অপশন পেয়ে যাচ্ছেন। গুগল পে, পেটিএম, ফোন পেয়ে এই সমস্ত অ্যাপ এর মাধ্যমে খুব সহজে পেমেন্ট করা যায়। কিন্তু এবারে পেটিএম এমন একটি জিনিস চালু করেছে যার কারণে অত্যন্ত খুশি হয়েছেন দোকানদাররা। চলুন জেনে নেওয়া যাক পেটিএম এর এই নতুন সুবিধার ব্যাপারে।

Advertisements
Advertisement

আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি paytm দোকানদারদের বড় সুবিধা দিতে একটি নতুন কার্ড পেমেন্ট সাউন্ড বক্স চালু করেছে। এতে করে দোকানীদের লেনদেন সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে এবং সহজেই দোকানদাররা জানতে পারবেন তাদের একাউন্টে কত টাকা এসেছে। যারা পড়তে পারেন না তাদের জন্যও এটি একটা বড় সুবিধার বিষয় হয়ে উঠতে চলেছে। এই জিনিসটি বড় আকারে বিক্রি হবে বলে আশা করছে পেটিএম। কোম্পানির প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা বলছেন, আজ আমরা পেটিএম কার্ড পেমেন্ট সাউন্ড বক্স কে পরবর্তী স্তরে নিয়ে যেতে পেরেছি। তিনি বলছেন, ব্যবহারকারীদের পেটিএম কিউআর কোড সহ মোবাইল পেমেন্ট এর মত কার্ড অনুমোদনের প্রয়োজন হবে। ব্যবহারকারীদের অর্থ প্রদানেও সহায়তা করবে এই বিষয়টি।

Advertisements

পেটিএম দ্বারা চালু করা সাউন্ড বক্স থেকে আপনি সর্বোচ্চ ৫০০০ টাকা পেমেন্ট করতে পারেন। কোম্পানি paytm কার্ড পেমেন্টের সাউন্ড বক্সে একটি চার ওয়াটের স্পিকার দিয়েছে যা অবিলম্বে অর্থ প্রদানের তথ্য সরবরাহ করে দেবে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই বক্স পাঁচ দিন ধরে চলতে পারে। একসাথে ১১ টি ভাষায় সতর্কতা প্রদান করবে এই বিশেষ ডিভাইস।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button