বলিউডবিনোদন

নবরাত্রির শুরুতেই মারাঠি নববধূর বেশে ধরা দিলেন অঙ্কিতা লোখান্ডে

Advertisement
Advertisement

মধ্যপ্রদেশের মেয়ে অঙ্কিতা, সুশান্তের প্রাক্তন অঙ্কিতা, একজন সফল অভিনেত্রী অঙ্কিতা মেতেছেন দুর্গার ৯ টি রূপের আরাধনায়। এই বছরে অনেক গুরুতর সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছিলেন তিনি। প্রাক্তনের অকাল প্রয়াণ, বাবার অসুস্থতা সব মিলিয়ে আবারও হাসিখুশি জীবনকে স্বাগত জানাতে চলেছেন পবিত্র রিস্তা ধারাবাহিকের জনপ্রিয় অঙ্কিতা লোখান্ডে।

Advertisement
Advertisement

Advertisement

নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন একাধিক ফটো। একেবারে মারাঠি সাজে অবতীর্ণ হয়েছেন অঙ্কিতা। সবুজ-মেরুন রঙের ঐতিহ্যবাহী মারাঠি নওভরি শাড়িতে কনের বেশে সেজেছেন অভিনেত্রী। এছাড়াও মা শক্তির আরাধনায় আরও একটি ছবি পোস্ট করে সকলকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কিতা।

Advertisement
Advertisement

 

View this post on Instagram

 

Happy Navratri❤️ Repost @the_shivshakti with @make_repost ・・・ Maa Shakti… one of the most important goddesses in the Sanatan Dharam, is really a divine cosmic energy that represents feminine energy and the dynamic forces that move through the universe. Shakti, who is responsible for creation and can also be an agent of change, is often manifested to destroy demonic forces and restore balance. As a vital cosmic force, Shakti takes many forms and names, including mother goddess, fierce warrior, and the dark goddess of destruction. In Sanatan, every god has a Shakti, or energy force. It’s one of the reasons she is worshipped by millions of people throughout India. Shakti is also known as Parvati, Durga, and Kali, She’s an archetype who you might call upon for strength, fertility, and power. You might identify with her as a powerful female figure or you might look to her as you try to repair or sustain your marriage. As Parvati, she is the wife and energy behind the Hindu god of destruction and rejuvenation Shiva. With Shiva, she produced two sons: Kumara, who conquered the demon Taraka; and Ganesha, who became the elephant-headed god of wisdom and good fortune. Parvati symbolizes fertility, marital happiness, devotion, power, and asceticism. She is honored as the mother goddess, a universal source of energy, power, and creativity. Shakti is a Mahadevi, or Great goddess—which is essentially a sum of all other goddesses. In the guise of Durga, Shakti is a fierce warrior who kills the demon Mahisasur as well many other evil creatures. Kali is another form of Shakti who’s worshipped throughout India. Kali, whose name is commonly translated as “the black one,” is the dark goddess of destruction. In Hindu tradition, she symbolizes the destructive and temporary nature of life. However, her devoted adherents also believe that she protects them both on Earth and in the afterlife. Video cred @shiv_sharanarthi ✨???????????⌛️?????✨ Om Nama Shivaya~ Hari Om Tat Sat ? ???☄⛳ ✨❤️????????????✨ #shiv #shankar #shambhu #mahadev #mahakal #bholenath #shiva #lordshiva #harharmahadev #omnamahshivaya #spiritual #power #energy #truth #love #happines

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

প্রসঙ্গত, এই বছর নবরাত্রি শুরু হচ্ছে ১৭ অক্টোবর শনিবার থেকে, চলবে ২৬ অক্টোবর দশমী পর্যন্ত। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে দুর্গার নয়টি শক্তির যে পুজো হয় তাকেই নবরাত্রি বলে। এইসময় সবাই মেতে উঠে শারদ নবরাত্রি উৎসবে। পশ্চিমবঙ্গে ষষ্ঠী থেকে উৎসব শুরু হলেও দেশের বিচিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে নবরাত্রি উৎসব।

অঙ্কিতাও নিজে তাঁর একাধিক ছবি পোস্ট করে এই নবরাত্রির উৎসবে মেতে উঠেছেন। রইল তাঁর ইন্সটাগ্রামের একাধিক ছবি।

Advertisement

Related Articles

Back to top button