Today Trending Newsদেশনিউজ

রাম মন্দিরের পাশাপাশি মসজিদের জন্য ৫ একর জমি দেওয়া হল অযোধ্যায়

×
Advertisement

সুপ্রীম কোর্টের রায় মেনে অযোধ্যাতেই মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার কথা ঘোষণা করা হলো উত্তরপ্রদেশ সরকারের তরফে। উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র ও মন্ত্রী শ্রীকান্ত শর্মা বলেছেন, ‘অযোধ্যা জেলার ধাননিপুর গ্রামে সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি বরাদ্দ করা হয়েছে। জমিটি হাইওয়ে থেকে ২০০ মিটার দূরে জেলা সদর ফয়জাবাদ থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত।’

Advertisements
Advertisement

ইউপি সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সরকারের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ ফেব্রুয়ারি বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের দেওয়া জমি নেওয়া হবে কিনা।’ এর আগে আদালতে মুসলিম মামলা-মোকদ্দমার প্রতিনিধিত্বকারী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়তে ওলামা-ই-হিন্দ মসজিদের জন্য পাঁচ একর জমি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

Advertisements

আরও পড়ুন : হিন্দু মহিলা বোরখা পরিহিতা কেন, ঘটনার নতুন চাঞ্চল্য শাহিনবাগে

Advertisements
Advertisement

শ্রীকান্ত শর্মা বলেছেন, ‘রাজ্য সরকার মসজিদের জমির জন্য অযোধ্যা হাইওয়ের কাছে তিনটি জায়গা বেছে নিয়েছিল। এই তিনটি বিকল্পই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল যার মধ্যে লখনউ-গোরক্ষপুর হাইওয়ের ধাননিপুর গ্রামে অবস্থিত জমিটিকে অনুমোদন দিয়েছে।’

Related Articles

Back to top button