ক্রিকেটখেলা

অস্টেলিয়া সিরিজে বাবা হয়েছেন নটরাজন, অবশেষে মুখ দেখলেন সন্তানের! ভাইরাল ছবি

Advertisement
Advertisement

আহমেদাবাদে তাঁর ভারতীয় দলের সতীর্থদের সাথে যোগ দেওয়ার এক সপ্তাহ আগে, পেসার টি নটরাজন তামিলনাড়ুতে তাঁর বাড়িতে বেশ কিছু সময় বিরতি উপভোগ করছেন। নটরাজন সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে তার ভারত অভিষেক করেন, আগস্ট ২০২০ থেকে জানুয়ারী ২০২১ পর্যন্ত তার পরিবার থেকে দূরে ছিলেন তিনি। ২০১৮ এবং ২০১৯ সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একটি ম্যাচ খেলতে পারেননি। ২০২০ তে তিনি ব্যাকআপ পেসার হিসেবে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গিয়েছিলেন। যাইহোক, সেখানে তিনি নেটে টিম ম্যানেজমেন্টকে মুগ্ধ করেন এবং ১৬ টি ম্যাচ খেলেন। তার টি-টোয়েন্টি বীরত্ব তাকে অস্ট্রেলিয়া সফরের জন্য নেট বোলার হিসেবে মনোনীত হতে দেখেছে। এবং পরবর্তীতে বরুণ চক্রবর্তীর কাঁধের সমস্যার কারনে নটরাজন জাতীয় দলে তার স্টেটমেটের স্থলাভিষিক্ত হন।

Advertisement
Advertisement

গত বছরের নভেম্বরে তাঁর শিশুকন্যার জন্ম হয়। কন্যার জন্মের সময় তিনি ২২ গজে অস্টেলিয়ার বিরুদ্ধে লড়াই করছিলেন। প্রথম টেস্টে নিজের প্রতিভা দেখিয়েছিলেন নটরাজন। তাঁর ইয়র্কারের গতিতে কেঁপেছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। বাকিটা সকলের জানা। ভারতের সেই ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষ থাকতে পেরেছিলেন ২৯ বছর বয়সী এই বাঁ হাতি পেসার। এখন তিনি জাতীয় দলে যোগদানের আগে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। সোমবার, নটরাজন তার মেয়ে এবং স্ত্রীর সাথে তাঁর টুইটার হান্ডেলে একটি পোস্ট করেন।

Advertisement

Advertisement
Advertisement

নটরাজন লেখেন, “আমাদের ছোট্ট দেবদূত হানভিকা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আমাদের কে বাবা-মা হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ লাড্ডু। তোমার জন্য আমাদের জীবনটা এত সুন্দর। আমরা তোমাকে সবসময় এবং চিরকাল ভালবাসবো।” রবিবার তাঁকে স্ত্রী আর নবজাতক কন্যার সাথে দেখা যায় তামিলনাড়ুর একটি মন্দিরে।

Advertisement

Related Articles

Back to top button