Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মন ভালো নেই মোদীর, চিন-ভারত সীমান্ত সংঘাত নিয়ে মন্তব্য ট্রাম্পের

উত্তেজনা অব্যাহত ভারত-চিন সীমান্তে। এরমধ্যে বারবার মধ্যস্থতা করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এক ধাপ এগিয়ে তিনি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন ভালো নেই।…

Avatar

উত্তেজনা অব্যাহত ভারত-চিন সীমান্তে। এরমধ্যে বারবার মধ্যস্থতা করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এক ধাপ এগিয়ে তিনি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন ভালো নেই। হোয়াইট হাউসের এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে ভারত-চিন সংঘাত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘দুই প্রতিবেশী দেশের মধ্যে বড়সড় ঝামেলা রয়েছে। আমি প্রধানমন্ত্রী মোদীকে পছন্দ করি। খুবই ভাল মানুষ উনি।’ একইসঙ্গে তিনি আরও জানান, ‘ভারত-চিনের মধ্যে সংঘাত চলছে। যা নিয়ে খুশি নয় দুই দেশই। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি আমি। চিনের যাই ঘটুক না কেন, ওনার মন ভাল নেই।’

গত বুধবার ভারত-চিন সীমান্তে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করতে চেয়ে ট্যুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্যুইটে তিনি লিখেছিলেন, ‘সীমান্তে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করতে আমেরিকা প্রস্তুত। দুই দেশকেই আমরা জানিয়েছি, সীমান্তে যে বিরোধ চলছে তা কমাতে সাহায্য করতে ইচ্ছুক ও সক্ষম আমরা।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে, ভারতের পক্ষ থেকে তখনই এই প্রস্তাব নাকচ করা হয়। ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। কূটনৈতিক ও সামরিক দুই দিকই খোলা রেখেছে ভারত। পরে চিনের পক্ষ থেকেও দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়টি তুলে ধরেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।

About Author