Today Trending Newsদেশনিউজ

দ্বিতীয় দফার লকডাউনে আরও একাধিক ছাড়, নয়া নির্দেশিকা কেন্দ্রের

Advertisement
Advertisement

দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, এপ্রিলের ২০ থেকে কৃষি সহ বেশ কিছু ক্ষেত্রে শিথিল করা হবে লকডাউনের নিয়ম। সেই মতো গত শনিবার মন্ত্রীসভার এক বৈঠকে বেশ কিছু অত্যাবশ্যকীয় ক্ষেত্রকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এবার আবারও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্র। দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে আগের নির্দেশিকার সঙ্গে সংযোজন করে ছাড় দেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে।

Advertisement
Advertisement

নতুন এই নির্দেশিকায় ছাড়ের অধীনে থাকা সংযোজিত পরিষেবাগুলি হলো- বয়স্ক মানুষের দেখভালের কাজে যুক্ত আয়া, মোবাইল রিচার্জ ও প্রিপেইড সেন্টার, কৃষি ও উদ্যানপালনের গবেষণাকেন্দ্র, চাল ও ডালের কল, পাউরুটির কারখানা, দুধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট বা দুগ্ধ চাষীদের কাজ, মৌমাছি পালন, মধু সংগ্রহ এবং বীজ ও ফলের আমদানি-রফতানির সঙ্গে যুক্ত গুদামকে ছাড় দেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণের ‘রেড জোন’ এলাকায় এই ছাড় মিলবে না বলে জানিয়েছে কেন্দ্র। অন্যান্য এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহার ও স্যানিটাইজেশন করলে এই ছাড় পাওয়া যাবে।

Advertisement

আগের নির্দেশিকায় ছাড় দেওয়া হয়েছিল কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে। দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে কৃষিকাজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে শিথিল করা হয়েছিল লকডাউনের নিয়ম। ছাড় দেওয়া হয়েছিল তথ্যপ্রযুক্তি, ই-কমার্স ও আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রেও। কোভিড ১৯ হটস্পট নয় এমন অঞ্চলে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে কৃষিপণ্য সংগ্রহ ও কৃষি বিপণনের কাজ শুরু করতে ছাড় দেওয়া হয়েছিল। দুধ ও দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগির চাষ, চা-কফির সরবরাহ, রবার বাগানের কাজ, লাইভ স্টক ফার্মিং-এর কাজে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button