বলিউডবিনোদন

‘নারী-পুরুষ সমান নয় ‘ বললেন মুকেশ খান্না, নেটিজেনদের রোষের মুখে অভিনেতা

Advertisement
Advertisement

সম্প্রতি অভিনেতা মুকেশ খান্নার বিতর্কিত মন্তব্যে উত্তাল হলো নেট দুনিয়া। কিছুদিন আগে মুকেশ খান্নার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওয় মুকেশ বলেছেন যে, মহিলাদের কাজ হলো ঘর সামলানো। তাঁর মতে, মহিলাদের বাইরে বেরিয়ে কাজ করাই হলো তাঁদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের অন্যতম কারণ। শুধুমাত্র তাঁদের জন্যই ‘মিটু’ মুভমেন্ট শুরু হয়েছে। মুকেশ বলেন, নারী-পুরুষ কখনোই এক নয়।

Advertisement
Advertisement

একবিংশ শতকে এসে একজন অভিজ্ঞ বলিউড তারকার মুখে এই ধরনের মন্তব্য শুনে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, মুকেশ এই ধরনের মন্তব্য করলেন কি ধরনের মনোভাব থেকে। মুকেশ কি আদৌ মহিলাদের সম্মান করেন, প্রশ্ন তুলেছেন সেলেবরাও। অনেকেই তাঁকে ‘সাইকো’ বলেছেন। তারকারা সমাজের কাছে আদর্শ তুলে ধরেন। তাঁদের অনেক সামাজিক দায়বদ্ধতা থাকে। কিন্তু মুকেশ এই ধরনের মন্তব্য করে সেই দায়বদ্ধতা লঙ্ঘন করেছেন।

Advertisement

Advertisement
Advertisement

বি.আর.চোপরা নির্মিত ‘মহাভারত’ সিরিয়ালে ভীষ্ম পিতামহ-র চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসনীয় হয়েছিলেন অভিনেতা মুকেশ খান্না। ‘ভীষ্ম’ চরিত্রটি করার সময় তিনি তাঁর বয়সের থেকে পরিণত চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় চরিত্র হলো ‘শক্তিমান’। এই সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করেছিলেন মুকেশ। অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছিল এই সিরিয়ালে। আবালবৃদ্ধবনিতার জন্য তৈরি এই সিরিয়াল শিশুদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। সেই সময় অধিকাংশ কচিকাঁচাদের ঘরের দেওয়ালে শোভা পেত শক্তিমানের পোস্টার। শক্তিমানের অনুকরণে শিশুদের জন্য পোশাক তৈরি করতে শুরু করে বিভিন্ন পোশাক প্রস্তুতকারক সংস্থা। ‘শক্তিমান’ কমিকসও বাজার দখল করে। এই কমিকসটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছিল। ভারতের বাইরে প্রবাসীদের কাছেও জনপ্রিয় হয়েছিল ‘শক্তিমান’। এরপর মুকেশ নিজের প্রযোজনা সংস্থা খোলেন, যেখানে মূলতঃ বাচ্চাদের জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মুকেশের প্রযোজিত সিরিয়াল ‘আর্যমান’ শিশুদের মন জয় করতে পারেনি। পরবর্তীকালে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে প্রযোজনা সংস্থা বন্ধ করে দেন মুকেশ।

Advertisement

Related Articles

Back to top button