দেশনিউজ

ধ্বংসাত্মক রূপ ধারণ করতে পারে বর্ষা, বড়সড় আপডেট আবহাওয়া দফতরের

২০২০ সালের জুন মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে। যা কিনা গত ১২ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

Advertisement
Advertisement

সতর্ক থাকুন। দেশজুড়ে যেভাবে বৃষ্টির পরিমান বাড়ছে সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। ২০২০ সালের জুন মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে। যা কিনা গত ১২ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিমধ্যেই দেশে ১০০ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। আগামী ১০ দিনে এই বৃষ্টির পরিমান আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে। আর এই অতিভারী বৃষ্টির ফলে ভূমিধস ও বন্যার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া দফতর।

Advertisement
Advertisement

ইতিমধ্যেই অতিবৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের বেশ কিছু অংশ প্লাবিত। বিহারে বৃষ্টির সাথেই বজ্রবিদ্যুতের আঘাতে বহু মানুষের প্রাণ গিয়েছে। এছাড়া আসামে যদি প্লাবিত হয়ে বন্যা হয়েছে। যার ফলে লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। বন্যাতে প্রায় ৪০ জনের প্রাণ গিয়েছে। আবার বাংলাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রতিদিনই অতি ভারী বৃষ্টির ফলে অনেক জায়গাতে ধস হয়েছে।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, জুন মাসে ১৮ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। শবে বৃষ্টির পরিমান বাড়ার ফলে কৃষিক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। কৃষকরা ইতিমধ্যেই ধান, দল, তৈলবীজ ও তুলোর চাষ ও করা শুরু হয়ে গিয়েছে। এদিকে মধ্যভারত ও গুজরাটে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে আগামী ১০ দিনে ভারী বৃষ্টি হতে পারে। আর এরফলে নদীগুলির জল ফুলে ফেঁপে উঠে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।  যে কোনো মুহূর্তে ধ্বংসাত্মক রূপ ধারণ করতে পারে প্রকৃতি।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button