গোয়া সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন মিলিন্দের বিরুদ্ধে মামলা রুজু করেন। তবে মিলিন্দ তাঁর শরীর নিয়ে গর্বিত এবং সাহসী। নগ্নতা মানেই যে অশ্লীলতা এমনটা নয়, ঠিক এমনটাই বোঝাতে চেয়েছেন মিলিন্দ তাঁর অনুরাগীদের কাছে। এদিকে মিলিন্দের পাশাপাশি মডেল পুনম পাণ্ডে এবং তাঁর স্বামী স্যাম বম্বে-কে গোয়া পুলিশ গ্রেফতার করে অশ্লীল ভিডিও বানানোর জন্য। জনসমক্ষে তাঁরা দুজন অশ্লীল ভিডিও শ্যুট করছিলেন। পুনমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি ওঠে এবং গ্রেফতার হন পুনম। যদিও পরবর্তীতে ছাড়া পেয়ে যান তিনি।
সমুদ্র সৈকতে নগ্ন দৌড়, মিলিন্দ সোমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের গোয়ায়
মিলিন্দ সোমান একজন হ্যান্ডসাম সুপারমডেল ও অভিনেতা। তিনি সম্প্রতি তাঁর ৫৫ তম জন্মদিন পালন করেন গোয়াতে, তাও একেবারে ভিন্ন স্টাইলে। নগ্নতাকে নিয়ে ছুটে চলেছিলেন সমুদ্র সৈকতে। মিলিন্দ সোমানের সমুদ্র সৈকতে…

আরও পড়ুন