নিউজপলিটিক্সরাজ্য

লক্ষীবারে বিজেপির হয়ে প্রচারে নামবেন মিঠুন চক্রবর্তী, টার্গেট জঙ্গলমহল

মঙ্গলবার বিজেপি তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হল, বিজেপির হয়ে শুধুমাত্র প্রচারে নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী

Advertisement
Advertisement

এবারে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে নামতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রে খবর আগামী ২৫ মার্চ থেকেই বিজেপির হয়ে সরাসরি প্রচারে নামতে চলেছেন মহাগুরু। তার প্রথম টার্গেট হতে চলেছে জঙ্গলমহল। গতবারের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে বিজেপির প্রভাব-প্রতিপত্তি বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। তাই এবারের নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি টার্গেট জঙ্গলমহল। জঙ্গলমহলের মানুষের মন জয় করতে এবারে ভারতীয় জনতা পার্টির হয়ে মাঠে নামতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

Advertisement
Advertisement

প্রথমে তিনি জনসভা করতে চলেছেন শালতোড়া বিধানসভা কেন্দ্রে। জানা যাচ্ছে, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দনা বাউরী এবারের নির্বাচনে বিজেপি সবথেকে দরিদ্র ক্যান্ডিডেট। শুধুমাত্র মানুষের জন্য কাজ করার জন্য চন্দনা এবারে হয়েছেন বিজেপি প্রার্থী। চন্দনা ম্যাজিক যাতে আরো ভালোভাবে জঙ্গলমহল মানুষের কাছে পৌঁছাতে পারে তার জন্য বিজেপি এবার ব্যবহার করছে মিঠুন কার্ড।

Advertisement

তারপর থেকেই ম্যারাথন প্রচারে নামবেন মিঠুন। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে লাগাতার সভা করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, শালতোড়া বিধানসভার পরে মানবাজার এবং কেশিয়াড়ি তে জনসভা করবেন মিঠুন চক্রবর্তী। তার সাথেই বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এবারের নির্বাচনে সবথেকে হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামবেন মিঠুন চক্রবর্তী।

Advertisement
Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি থেকে জানা গিয়েছিল, শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা করার দিন থেকেই তার হয়ে প্রচারে নামবে মিঠুন চক্রবর্তী। কিন্তু কোন কারণে সেই বিষয়টি সম্পূর্ণ করা হয়নি। বেলগাছিয়া ভোটার হওয়ার পরে, জল্পনা উঠেছিল তিনি হয়তো কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপির প্রার্থী হতে চলেছেন মিঠুন। কিন্তু জল্পনায় জল ঢেলে দিয়ে বিজেপি জানিয়ে দিল, শুধুমাত্র বিজেপি হয়ে প্রচারে নামবেন মিঠুন। জানিয়ে রাখি, গত ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী।

Advertisement

Related Articles

Back to top button