বাংলা সিরিয়ালবিনোদন

সপ্তাহের সেরা বাংলা সিরিয়াল ‘মিঠাই’, দ্বিতীয়তে উঠে এলো ‘কৃষ্ণকলি’

Advertisement
Advertisement

এখন সকলের হাতে যতই স্মার্টফোন তাই টিভিতে চোখ রাখতে না পারলেও স্মার্টফোন থেকে যখন তখন যেকোনো পছন্দের ধারাবাহিক দেখে নেওয়া যায়। তবে, অধিকাংশ মা কাকিমারা আবার টেলিভিশনের পর্দার সামনে বসেই ধারাবাহিকের আদ্যোপান্ত গলাধঃকরণ করতে পছন্দ করেন। তারা সন্ধ্যে হলেই যেমন গল্পের খোঁজে থাকেন, তেমনই তা নিয়ে সমালোচনা, আড্ডা দিতেও পছন্দ করেন।

Advertisement
Advertisement

আজকের টি আর পি হল তাদের জন্য যারা বাংলা ধারাবাহিকগুলিকে জীবনের অভ্যাস করে নিয়েছেন। এই টি আর পি তালিকা আপনাকে বুঝতে সাহায্য করবে কোন ধারাবাহিক হিট আর কোনটা ফ্লপ। তাই সময় নষ্ট না করে চলুন দেখে নিই বাংলা টেলিভিশনের রোজনামচা।

Advertisement

এই সপ্তাহে সেরা দশে কোন কোন ধারাবাহিক টিআরপিতে জায়গা করলো দেখে নিন!

Advertisement
Advertisement

১.মিঠাই – ১০.৯
২.কৃষ্ণকলি – ৯.৩
৩.অপরাজিতা অপু – ৯.০
৪.খড়কুটো ও যমুনা ঢাকি – ৭.৯
৫.রানী রাসমণি – ৭.৭
৬.শ্রীময়ী – ৭.৪
৭.মহাপীঠ তারাপীঠ – ৬.৮
৮.দেশের মাটি – ৬.৬
৯.খেলাঘর – ৬.১
১০.গঙ্গারাম – ৬.০

১১.বরণ ও জীবন সাথী – ৪.৯
১২.গ্রামের রাণী বীণাপাণি – ৪.৬
১৩.রিমলি ও কড়ি খেলা – ৪.৪
১৪.ফেলনা – ৪.০
১৫.এই পথ যদি না শেষ হয় – ৩.৬
১৬.মোহর ও তিতলি – ৩.৩
১৭.ওগো নিরুপমা ও কি করে বলবো তোমায় – ২.৯
১৮.ধ্রুবতারা – ২.২
১৯.সাঁঝের বাতি – ১.৯
২০.মঙ্গলময়ী সন্তোষী মা – ১.৬

রিয়্যালিটি শো –

১.দিদি নাম্বার বৈশাখী বাম্পার – ৪.৭
৩.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৪.৬
৩.দিদি নাম্বার ওয়ান – ৩.৯
৪.রান্নাঘর – ১.৮

Advertisement

Related Articles

Back to top button