
×
Advertisement
প্রয়াত হলেন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান। কিছু দিন আগেই তাঁর হার্ট সার্জির হয়েছিল। তার পর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেশ কিছু দিন তিনি বাড়িতেই ছিলেন।
Advertisements
Advertisement
সামনে বিহার নির্বাচন হওয়ার কারণে বাড়িতে থেকেই তিনি দলের কাজ করতেন। কিন্তু আজ সব ছেড়ে তিনি পরলোক গমন করলেন। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুর পর ছেলে চিরাগ পাসোয়ান টুইটে জানিয়েছেন “বাবা তুমি সব সময় আমার পাশে থাকবে”।
Advertisements
पापा….अब आप इस दुनिया में नहीं हैं लेकिन मुझे पता है आप जहां भी हैं हमेशा मेरे साथ हैं।
Miss you Papa… pic.twitter.com/Qc9wF6Jl6Z— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 8, 2020
Advertisements
Advertisement