Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্কটল্যান্ডে উদ্ধার হল ৪২৫ লক্ষ বছর আগেকার বিরল প্রজাতির প্রানী, দেখুন ছবি

শ্রেয়া চ্যাটার্জি - প্রায় ৪২৫ মিলিয়ন বছর আগেকার এর একটি কেন্নোর ফসিল পাওয়া গেল স্কটল্যান্ডে। প্রথম সমুদ্রে জীবনের শুরু হয়েছিল ৫৪০ মিলিয়ন বছর আগে। তার পরের জমিতে সেই প্রাণ প্রতিষ্ঠা…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – প্রায় ৪২৫ মিলিয়ন বছর আগেকার এর একটি কেন্নোর ফসিল পাওয়া গেল স্কটল্যান্ডে। প্রথম সমুদ্রে জীবনের শুরু হয়েছিল ৫৪০ মিলিয়ন বছর আগে। তার পরের জমিতে সেই প্রাণ প্রতিষ্ঠা হতে একটু সময় লেগেছিল। জমিতে শুরুর দিকে মস জাতীয় গাছ দেখা যায়। তারপর আস্তে আস্তে নানান ধরনের জীবজন্তুর আবির্ভাব হয়। প্রায় ৩৭৫ মিলিয়ন বছর আগে সরীসৃপের দেখা মেলে। এখন আমরা যে পাখি আকাশে উড়ে বেড়াতে দেখি তার জন্ম কিন্তু প্রায় ৩০০,০০০ বছর আগে।

স্কটল্যান্ডে উদ্ধার হল ৪২৫ লক্ষ বছর আগেকার বিরল প্রজাতির প্রানী, দেখুন ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইউনিভার্সিটি অফ টেক্সাস এবং ইউনিভার্সিটি অফ মাসাচুসেটস এর প্যালিওন্টোলজিস্ট মাইকেল ব্রুকফিল্ড, তার ‘হিস্টোরিক্যাল বায়োলজি’ নামক জার্নালে কেন্নোর ফসিল পাওয়া যাওয়ার ঘটনাটি প্রকাশ করেন। ফসিলটি প্রায় ২.৫ সেন্টিমিটার লম্বা। দেখতে অনেকটা বর্তমান কেন্নোর মতন। তবে এই প্রজাতিটি বর্তমান কেন্নোর মতন হলেও এটি দেখতে একটু আলাদা, এবং এই প্রজাতিটি এখন বিলুপ্তপ্রায়। এটি মনে করা হচ্ছে, আর্থোপডের একটি প্রজাতি।

স্কটল্যান্ডে উদ্ধার হল ৪২৫ লক্ষ বছর আগেকার বিরল প্রজাতির প্রানী, দেখুন ছবি

অতীতের ইতিহাসকে জানার জন্য আমাদের প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর নির্ভর করতেই হয়। পাথরের ওপরে এই ধরনের প্রাণী বা উদ্ভিদের ছাপ অর্থাৎ ফসিল ইতিহাসকে জানার এক অন্যতম উপাদান। সেই মুহূর্তে কেমন প্রাণী ছিল, তাদের শারীরিক আকার গঠন কেমন ছিল তা সহজেই জানা যায় ফসিল থেকে। পাথরের প্রাচীনত্ব দেখে সহজেই আন্দাজ করা যেতে পারে ফসিলের গাত্রের জীবের বয়স কত। সবমিলিয়ে ইতিহাস খোঁজার উপাদান হিসাবে ফসিলের গুরুত্ব কম নয়।

About Author