প্রতিবছর অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও মতুয়া সম্প্রদায়ের কোনো পরিবর্তন হয় না। এই কারণে এবারে অল ইন্ডিয়া মতুয়া সংঘের প্রতিনিধিরা এবারে ডাক দিলেন ভোট বয়কট এর। মুখ্যমন্ত্রীর পশ্চিম বর্ধমান সফরের ঠিক আগে এই ঘোষণা করলেন মতুয়া সম্প্রদায়।
সোমবার একটি সাংবাদিক বৈঠকে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাংগঠনিক সম্পাদক সুভাষ গোসাই অভিযোগ করেন, “আমাদের কথা কেউ রাখেনা। আমরা না আজ অব্দি পেয়েছি জমির পাট্টা না পেয়েছি সরকারি কোন প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সরলীকরণের ঘোষণা করেছিলেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় আমরা সেরকম কোনো সুবিধা পাইনি। বার বার আবেদন করা সত্ত্বেও আমাদের আবেদনে কোন কাজ করা হয়নি। এই কারণে আমরা এই বছর ভোট বয়কট করতে বাধ্য হচ্ছি।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমতুয়া সংঘের আরও দাবি,” আড়াই কোটির মত ভোটার আছে ৮৬টি বিধান সভাতে। তাই আমরা কিন্তু নির্ণায়ক শক্তি। প্রতিবার ভোট আসে। পশ্চিম বর্ধমান জেলাতে সকলেই এসে প্রতিশ্রুতি দেন। এই জেলাতে মোট ৫৬ হাজারের মত ভোটার আছে। কিন্তু কোন লাভ হয় না।”
তার আরও দাবি,”প্রতি বছর রাজনৈতিক নেতারা আসেন। তারা প্রতিশ্রুতি দেন। আমরা প্রতি বছর তাদের মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পড়ে তাদেরকে ভোট দেই। কিন্তু আমাদের কোনোদিন কোনো উন্নতি হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জমির পাট্টা দিয়েছিলেন। কিন্তু সেই পাট্টা কিন্তু আমরা পাইনি। অন্যদিকে সার্টিফিকেট পেতে সরলীকরণের কথা বলা হয়েছিল। সেই ক্ষেত্রেও আমরা কোন সুযোগ সুবিধা পাচ্ছিনা। যদি এখনও পর্যন্ত কোনো সুরাহা না হয়, তাহলে আমরা একুশের বিধানসভা নির্বাচন বয়কট করতে বাধ্য হবো।”