খেলানিউজফুটবল

আইএসএলের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও মুম্বই সিটি এফসি

Advertisement
Advertisement

ভাস্কোদাগামা: গতকাল, শুক্রবার থেকে শুরু হয়েছে ‘আইএসএল সিজন ৭’। আর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স। আইএসএলের এই মরশুমে এই প্রথমবার খেলতে নেমেছে মোহনবাগান, টাও আবার এটিকের সঙ্গে জুটি বেঁধে। আর প্রথম ম্যাচেই বাজিমাত করে ৩ পয়েন্ট তুলে নিয়েছে হাবাসের দল। আর আজ, শনিবার আইএসএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং মুম্বই সিটি এফসি। ভাস্কোদাগামার তিলক ময়দানে এই দুটি দল আজ খেলতে নামবে।

Advertisement
Advertisement

যদিও আইএসএল অভিযান শুরু করার আগে নর্থইস্ট ইউনাইটেড এফসির ড্রেসিংরুমে করোনার থাবা বসেছে। তাই মুম্বই সিটি এফসির থেকে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। জানা গিয়েছে, নর্থইস্ট ইউনাইটেড এফসির দুই ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও কোন দুই ফুটবলার, তা জানায়নি নর্থইস্ট ইউনাইটেড এফসি কর্তৃপক্ষ। এমনকি করোনার থাবা দলের ওপর পড়ার ফলে খেলার ওপর কোনও প্রভাব পড়বে না বলেই দাবি করেছেন নর্থইস্ট ইউনাইটেড এফসি কোচ।

Advertisement

অন্যদিকে, করোনার কারণে দুই ফুটবলারের দলে না থাকাটাকেই কাজে লাগাতে চাইছে মুম্বই সিটি এফসি। দুটি দলেই ভারতীয় ফুটবলারের পাশাপাশি রয়েছে বিদেশি ফুটবলাররা। তাই নিজেদের সেরাটা দিয়ে প্রথম ম্যাচে জিততে মরিয়া দুই দলই। এখন কোন দল শেষমেষ জয় পায় সেটাই দেখার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button