ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩২ কিমি মাইলেজ বিশিষ্ট এই গাড়িটি হয়ে গেল একেবারে ট্যাক্স ফ্রি, এভাবে পেয়ে যান এক্স শোরুম থেকেও সস্তায়

মারুতি সুজুকি বর্তমানে ৩২ কিলোমিটার মাইলেজ বিশিষ্ট এই গাড়িটিকে ভারতীয় জওয়ানদের জন্য একেবারে ট্যাক্স ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে

Advertisement
Advertisement

এবারে মারুতি সুজুকি কোম্পানির একটি নতুন গাড়ি একেবারেই কর ছাড়া পেয়ে যাবেন ভারতীয় সেনার জওয়ানরা। ভারতীয় সেনার তরফ থেকে একটি নতুন বিবৃতি জারি করে, ভারতীয় সেনা জবানদের উদ্দেশ্যে জানানো হয়েছে, এবারে মারুতি সুজুকি S-Presso হ্যাচব্যাক গাড়িটি ভারতীয় সেনা জাওয়ানরা সিএসডি এর মাধ্যমে পেতে পারবেন। যারা ক্যান্টিন থেকে গাড়ি কেনেন, তাদের জন্য বিনা করে এই গাড়ি দেওয়া হবে ভারতীয় সেনার তরফ থেকে। এই কারণেই এখন মারুতি সুজুকি কোম্পানির এই গাড়িটি সিএসডি মডেলে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। এই নতুন গাড়ির দাম আপডেট করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, ক্যান্টিন থেকে ভারতীয় জওয়ানরা এই নতুন গাড়িটি কিনলে ঠিক কত টাকা কম তাদেরকে দিতে হবে এবং এক্স শোরুমের থেকে কতটা কম দামে তারা গাড়ি পাবেন।

Advertisement
Advertisement

জেনে নিন সিএসডি মডেলের দাম

আপনাদের জানিয়ে রাখি, মারুতি সুজুকি S-Presso গাড়িটির STD মডেলের সিএসডি দাম এই মুহূর্তে ৩ লক্ষ ৪৪ হাজার ৩৩১ টাকা। এই গাড়িটির LXI মডেলের সিএসডি দাম এই মুহূর্তে ৪ লক্ষ ১০ হাজার ১১৪ টাকা। গাড়িটির VXI মডেলের বর্তমান সিএসডি দাম ৪ লক্ষ ২৭ হাজার ৯৬০ টাকা। বর্তমানে গাড়িটির VXI প্লাস মডেলের দাম ৪ লক্ষ ৫২ হাজার ৭৭২ টাকা। গাড়িটির VXI (O) মডেলের সিএসডি দাম ৪,৬৩,৮৫৮ টাকা। এর পাশাপাশি গাড়িটির VXI PLUS (O) মডেলের দাম ৪,৮৮,৮১১ টাকা। এছাড়াও গাড়িটির VXI CNG ম্যানুয়াল মডেলের দাম ৫,০৩,৯৫৩ টাকা।

Advertisement

এক্স-শোরুম প্রাইস কত?

আপনাদের জানিয়ে রাখি, মারুতি সুজুকি S-Presso গাড়িটির STD মডেলের এক্স শোরুম দাম এই মুহূর্তে ৪,২৬,৫০০ টাকা। এই গাড়িটির LXI মডেলের এক্স শোরুম দাম এই মুহূর্তে ৫,০১,৫০০ টাকা। গাড়িটির VXI মডেলের বর্তমান এক্স শোরুম দাম ৫,২১,৫০০ টাকা। বর্তমানে গাড়িটির VXI প্লাস মডেলের দাম ৫,৫০,৫০০ টাকা। গাড়িটির VXI (O) মডেলের এক্স শোরুম দাম ৫,৬৬,৫০০ টাকা। এর পাশাপাশি গাড়িটির VXI PLUS (O) মডেলের দাম ৫,৯৫,৫০০ টাকা। এছাড়াও গাড়িটির VXI CNG ম্যানুয়াল মডেলের দাম ৬,১১,৫০০ টাকা। অর্থাৎ দেখতে গেলে, এক্স শোরুম এবং সিএসডি দামের মধ্যে প্রায় ১ লক্ষ টাকা কিংবা ১ লক্ষ টাকার বেশি অন্তর রয়েছে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button