Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন সালে ৩ টি গাড়ি লঞ্চ করছে Maruti Suzuki, গাড়ি কিনতে চাইলে অপেক্ষা করুন আর কিছুদিন

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানি ২০২৪ সালে ৩ টি গাড়ি লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই ২০২৩ সালে মারুতি জিম্মি ও ফ্রণকস লঞ্চ করে ভারতীয় জনতাদের মন জয় করে নিয়েছিল। এবার ২০২৪ সালে কোম্পানি কোন কোন গাড়ি লঞ্চ করেছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

টোকিও মোটর শোতে সুজুকি তার চতুর্থ প্রজন্মের সুইফট শোকেজ করেছে। নতুন স্টাইল ও অনবদ্য কসমেটিক আপগ্রেডেশন দিয়ে এই গাড়ি ব্যাপক আকর্ষণীয় লাগছে। এই গাড়িতে বড় গ্রিল, নতুন ধরনের বাম্পার, ডিআরএল লাইটিং হেডল্যাম্প, অ্যালয় হুইল নতুন আকর্ষণ হতে চলেছে। আপনি শুনলে অবাক হবেন যে জাপানের সুইফ্ট পেতে চলেছে অত্যাধুনিক ADAS প্রযুক্তি। তবে দামের কারণে এই ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হবে না। ভারতের জন্য, নতুন সুইফট শুধুমাত্র ম্যানুয়াল এবং AMT বিকল্পগুলির সাথে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ হবে। নতুন সুইফট আগামী বছরের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই নতুন swift গাড়িতে উন্নত ইঞ্জিন থাকবে যা ভালো পাওয়ার ডেলিভারি ও মাইলেজ দেবে। এই গাড়িতে ১.২ লিটার ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে। আর এতে হাইব্রিড প্রযুক্তি আনা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরের বছর কোম্পানি Maruti Suzuki eVX লঞ্চ করবে। এটি হবে কোম্পানির প্রথম ইভি SUV। এটি ৬০ kWh ব্যাটারি প্যাকের সাথে আসবে যা একবার ফুল চার্জ করলে ৫০০ কিমি চলবে। এই গাড়িটি Vitara বা Fronx গাড়ির মত। এর ছাদ কুপের মত। এতে টেলগেটে রাউন্ড শেপ লাইট থাকবে। Maruti Suzuki ২০২৪ বছরে Dzire লঞ্চ করতে চলেছে। তারা নতুন প্রজন্মের Dzire আনবে। এতে নতুন Swift গাড়ির বৈশিষ্ট্য থাকবে।

About Author