টেক বার্তা

ইলেকট্রিকে ছুটবে Maruti Dzire, এক চার্জেই চলবে ২৪০ কিমি

Advertisement
Advertisement

বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝোক বাড়ছে প্রতি মানুষের, রাস্তায় বের হলেই এখন আগের তুলনায় অনেক বেশি ইলেকট্রিক স্কুটার আমরা দেখে থাকি। কিন্তু এই দেশের চার চাকার বাজারে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা খুব একটা বেশি নয় বললেই চলে। ধীরে ধীরে যদিও সমস্ত গাড়ি প্রস্তুতকারী সংস্থাই নতুন বাজার তৈরি পথে এগিয়ে চলেছে।

Advertisement
Advertisement

জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Maruti তাদের এন্ট্রি লেভেল সিডান Maruti Dzire এইবার আসতে চলেছে ইলেকট্রিক অবতারে। এই পরিবর্তনের জন্য একটি বিশেষ কনভার্সন কিট ব্যবহার করছে কোম্পানি। ইউটিউবে প্লাগ ইন ইন্ডিয়ার চ্যানেল থেকে পোস্ট করে হয়েছে এই ভিডিওয়িকে। ভিডিওটিতে দেখা গিয়েছে যে দুই ব্যক্তি গাড়িটি প্রস্তুতির বিষয়ে সমস্ত বর্ণনা করছেন। গাড়িটির ওজন ও ডিজাইনের কথা মাথায় রেখে ভারসাম্য বজায় রেখেই পুরো বিষয়টি করা হয়েছে।

Advertisement

সংস্থার পক্ষ থেকে Dzire এর জন্য বিশেষ কনভার্সান কিট তৈরি করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা বেগ তুলতে কেবল ১০ সেকেন্ড সময় নেবে এই Maruti Dzire। তুলনা অনুসারে, পেট্রোলের মারুতি Dzire এর সময় লাগে মাত্র ১২ সেকেন্ড। অর্থাৎ ইলেকট্রিক মডেলটি বেশি দ্রুত বলা চলে। তার সাথে গাড়িটির রেঞ্জ অনেকটাই ভালো। এক চার্জেই চলবে ২৪০ কিমি। একবার ফুল চার্জ হতে সময় লাগবে আট ঘণ্টা। যদিও ফাস্ট চার্জিংয়ের সুবিধাও রয়েছে। আর তাতেই ১ ঘণ্টা চার্জ দেওয়া সম্ভব।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button