নিউজপলিটিক্সরাজ্য

আজ অমিত শাহের পাল্টা বোলপুরে মেগা রোড শো করছেন মুখ্যমন্ত্রী, সমাগম হবে আড়াই লাখ মানুষের

আজ বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে জামবনি অব্দি মেগা রোড শো করবেন মুখ্যমন্ত্রী

Advertisement
Advertisement

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে চলছে তৃণমূল বিজেপি জবাব পালটা জবাবের খেলা। কিছুদিন আগে বোলপুর (bolpur) শহরের রোড শো করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। এবার সেই বীরভূম জেলাতেই সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল থেকেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব গোটা জেলায়। মুখ্যমন্ত্রী আজ অর্থাৎ মঙ্গলবার টুরিস্ট লজ মোড় থেকে জামবনি অব্দি রোড শো করবেন। প্রায় সাড়ে ৪ কিলোমিটার পথে হাঁটবেন তিনি।

Advertisement
Advertisement

গতকাল থেকেই মুখ্যমন্ত্রীর রোড শো এর জন্য সাজো সাজো বোলপুর শহরে। ইতিমধ্যেই ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ হাজার তৃণমূল পতাকায় মুড়ে ফেলা হয়েছে শহরকে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করে শহর সাজানোর কাজ করিয়েছেন। শহরের মোড়ে মোড়ে লাগানো হয়েছে একাধিক ফ্লেক্স, পোস্টার ও ব্যানার। তৃণমূল সুপ্রিমোর সফরে কোন খামতি রাখতে চায় না দল। বোলপুরে একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর আজকে আবার তিনি করবেন রোড শো। এককথায় তৃণমূলনেত্রী কর্মসূচি ঘিরে সরগরম হয়ে আছে গোটা বোলপুর শহর।

Advertisement

প্রসঙ্গত, অমিত শাহের বাংলা সফরে ঠিক নয় দিনের মাথায় বীরভূমে গিয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আবার অমিত শাহের রোড শো এর পথেই তিনি পাল্টা রোড শো করছেন আজকে। তার পদযাত্রা হবে পুরোপুরি একই রাস্তায়। তবে মুখ্যমন্ত্রীর রোড শো এর আগে শহরকে ঢেলে সাজানো হচ্ছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন প্রান্তে ২০ টি তোরণ বানানো হয়েছে। এছাড়া বোলপুর ডাকবাংলা থেকে চৌরাস্তা পর্যন্ত বেলুনের গেট বানানো হয়েছে। এছাড়াও সমস্ত বোলপুর নিবাসী যাতে মুখ্যমন্ত্রীর রোড শো দেখতে পায় তাই মোট ২০ টি জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে যাতে লাইভ টেলিকাস্ট হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে মমতার আজকের রোড শোতে প্রায় আড়াই লক্ষ লোকের সমাগম হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button