নিউজপলিটিক্সরাজ্য

ওরা তো এসেছিল রাজনীতি করতে, এখানে এসে খেয়ে পালিয়ে গিয়েছে, বাঁকুড়ায় দাড়িয়ে অমিতকে আক্রমণ মমতার

Advertisement
Advertisement

বাঁকুড়াতে প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তুলে আনলেন বিভীষণ হাঁসদার প্রসঙ্গ। বেশ কিছুদিন আগে তার বাড়িতে মধ্যাহ্নভোজন করে গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভীষণ হাঁসদার মেয়ে রচনা বিগত বেশ কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ। বিভীষণ বাবু মেয়ের অবস্থার এই কথা জানিয়ে চিঠি লিখেছিলেন অমিত শাহ কে। কিন্তু তার অভিযোগ, বিজেপি সরকার তাকে কোনরকম সাহায্য দেয়নি। তার বাড়িতেই মধ্যাহ্নভোজন সেরেছিলেন অমিত শাহ। কিন্তু তারপরেও কেন্দ্রের তরফ থেকে কোনরকম সাহায্য করা হয়নি।

Advertisement
Advertisement

শেষ পর্যন্ত তার সাহায্যে এগিয়ে এসেছে রাজ্য সরকার। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু বছর ধরে ডায়াবেটিস ইনসিপিডাস রোগে আক্রান্ত দ্বাদশ শ্রেণী পড়ুয়া রচনা। প্রতিদিন তার ইনসুলিন নিতে হয়। তার জন্য প্রতি মাসে খরচ হয় প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা। চিঠি পাঠিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন বিভীষণ হাঁসদা। কিন্তু তাদের কোনো লাভ হয়নি। বিজেপি সাংসদ সুভাষ সরকার তার বাড়িতে এসে তার মেয়ের অবস্থা জেনে গেছিলেন। কিন্তু তারপরেও কোন সাহায্য করা হয়নি।

Advertisement

এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এবং তৃণমূল সরকার বিভীষণ বাবুর পরিবারের পাশে দাঁড়ায়। সেই মুহূর্তে তিনি অমিত শাহ কে কটাক্ষ করে বলেন, “ওরা তো রাজনীতি করতে এসেছিল। খেয়ে পালিয়েছে। তাও পাঁচতারা হোটেলের খাবার নিয়ে এসে খেয়ে পালিয়েছে। কিন্তু ওই মেয়েটির চিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি।”

Advertisement
Advertisement

তারপর বাঁকুড়া জেলা শাসক এস অরুণ প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ওই মেয়েটির চিকিৎসার ব্যাপারে অবগত করেন। তিনি তাকে জানান,”অসুস্থ মেয়েটির চিকিৎসা চলছে। রাজ্য সরকারের তরফে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত আশা কর্মী রা প্রতিদিন তার বাড়িতে গিয়ে খবর নেন। মেয়েটির যা ওষুধপত্রের প্রয়োজন তা রোজ দেওয়া হচ্ছে।”

Advertisement

Related Articles

Back to top button