Today Trending Newsদেশনিউজপলিটিক্সরাজ্য

রাজনৈতিক মতবিরোধ ভুলে সৌজন্যের অনন্য নজির! মোদিকে আম পাঠালেন মমতা

প্রত্যেক বছরের মতো এবছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল নেতা নেত্রীদের আম পাঠিয়েছেন

Advertisement
Advertisement

রাজনৈতিক মতবিরোধকে দূরে ঠেলে দিয়ে আরো একবার সৌজন্যের নিদর্শন প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরের মতো এ বছরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির একাধিক নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে গেল বাংলার আম। এর আগেও বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অবস্থিত বঙ্গভবন থেকে রাজ্য সরকারের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হলো।

Advertisement
Advertisement

সূত্রের খবর অনুযায়ী নরেন্দ্র মোদির ছাড়াও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আম পেয়েছে। এছাড়া বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে পাঠানো হয়েছে বাংলার আম। রাজনৈতিক মতবিরোধ যতই থাকুক না কেন প্রত্যেক বছর এরকমভাবে আম দিয়ে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Advertisement

জানা যাচ্ছে মূলত তিন ধরনের আম পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী তরফ থেকে। বাংলার সবথেকে জনপ্রিয় তিনটি আম – লক্ষণভোগ, ল্যাংড়া এবং হিমসাগর পাঠানো হয়েছে এই তিনজনের কাছে। প্রতিবছর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাছাই করা আমের উপহার প্রধানমন্ত্রী এবং দিল্লির একাধিক নেতা নেত্রীদের কাছে পাঠান। কিন্তু গত বছর করোনা মহামারীর কারণে আম পাঠানো সম্ভব হয়নি।

Advertisement
Advertisement

তবে এর আগেও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে নানা উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী এবং অমিত শাহের কাছে এর আগেও বাংলা ধুতি-পাঞ্জাবি এবং বাংলার সেরা মিষ্টি উপহার দিয়েছেন তিনি। সৌজন্যতা তিনি বহু দিন ধরেই বজায় রেখে চলেছেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও তার আঁচ পড়তে দেননি।

Advertisement

Related Articles

Back to top button