Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কাজ করোনা মোকাবিলা, নবান্নে বৈঠক মমতার

মমতা ব্যানার্জি দুপুর ৩ টের সময় সাংবাদিক বৈঠক করে জানাবেন যে করোনার বিরুদ্ধে লড়ার জন্য রাজ্য সরকার কি পন্থা নেবে

Advertisement
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ঠিক সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে আগামী ৫ বছরের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেব, সুব্রত মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, শতাব্দী রায় প্রমুখরা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শপথ গ্রহণ করে ১২ টার মধ্যে নবান্নে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

শপথগ্রহণের পর রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তার মুখ্যমন্ত্রী হয়ে প্রথম কাজ হবে রাজ্যের করোনা পরিস্থিতি সম্বন্ধে পর্যালোচনা করা ও করোনার বিরুদ্ধে মোকাবিলা করার রণনীতি প্রস্তুত করা। তিনি আজ সরাসরি শপথ গ্রহণের পর ১২ টা নাগাদ নবান্নে উপস্থিত হবেন। সেখানে প্রথমেই তিনি রাজ্যের অন্যান্য নেতাদের সাথে করোনা মোকাবেলা করার জন্য একটি বৈঠক করবেন। তারপর তিনি দুপুর ৩ টের সময় সাংবাদিক বৈঠক করে জানাবেন যে করোনার বিরুদ্ধে লড়ার জন্য রাজ্য সরকার কি পন্থা নেবে।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, একুশে বাংলা বিধানসভা নির্বাচনে তৃণমূল ২০০ র বেশি আসন নিয়ে বাংলায় জিতে গিয়েছে। অন্যদিকে গেরুয়া শিবির দুই অঙ্কের গণ্ডি পেরোতে না পেরে মুখ থুবরে পড়েছে। বাংলার মানুষ সোনার বাংলাকে বেছে নিতে চায়নি। বরং তারা ভরসা রেখেছে মমতা-ম্যাজিকে। এরপর মুখ্যমন্ত্রী হয়ে মমতা কি করে রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দেয়, সেটাই দেখার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button