Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা মমতার, বুধবার সকালে রাজভবনে শপথগ্রহণ

আজ রাজ্যপাল জগদীপ ধনকর এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দেড় ঘণ্টা বৈঠক করেন

Advertisement
Advertisement

গতকাল সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলায় জয় নিশ্চিত করেছে তৃণমূল শিবির। অন্যদিকে নির্বাচনের ফলপ্রকাশে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সবাই গেরুয়া শিবিরের সোনার বাংলা পছন্দ না করে বাংলার মেয়ের ওপরেই ভরসা রেখেছে। তৃণমূল কংগ্রেস মোট ২৯৪ আসনের মধ্যে ২০০ এর বেশি আসনে জিততে চলেছে। বঙ্গবাসী প্রমাণ করেছে যে তারা বাংলার মেয়ের হ্যাটট্রিক দেখতে চাই। অন্যদিকে বিজেপি দুই অঙ্কের গণ্ডি অতিক্রম করতে পারেনি। বলা যেতে পারে ব্যাপক মার্জিনে জিতেছে তৃণমূল কংগ্রেস। আজ সোমবার রাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের রাজ্যপালের সাথে দেখা করতে যায়। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপর আগামী বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।

Advertisement
Advertisement

রাজ্যপাল জগদীপ ধনকর মুখ্যমন্ত্রীর ইস্তফা গ্রহণ করে পরবর্তীর জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ সন্ধ্যেবেলা রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক। রীতি মেনেই পদত্যাগপত্র রাজ্যপালের হাতে তুলে নেয়। এই অন্তর্বর্তী সময় রাজ্যপাল মমতাকে দায়িত্বভার সামলানোর অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে লিখেছেন, বিধানসভা ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক শুভেচ্ছা জানাই। তৃতীয়বারের জন্য তিনি মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন। আশাকরি রাজ্যের অতীত গৌরব তিনি পুনরুদ্ধার করবেন।

Advertisement

https://twitter.com/jdhankhar1/status/1389227881826381827?s=20

Advertisement
Advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিটে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যবার রেড রোডে হলেও এবার কোভিড পরিস্থিতি মাথা রেখে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে। এছাড়া ৬ তারিখ থেকে তৃণমূলের সমস্ত নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নতুন মন্ত্রিসভা শপথ পাঠ করবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর কাছ থেকে।

Advertisement

Related Articles

Back to top button