কলকাতানিউজরাজ্য

পাশে আছেন মুখ্যমন্ত্রী, ২০২১-র জুন মাস পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশিকা জারি

রাজ্য খাদ্য দপ্তরের তরফে আজ এই নির্দেশিকা জারি করা হলো। নির্দেশিকা অনুসারে আগামী বছরের জুন মাস পর্যন্ত সমস্ত রাজ্যবাসী বিনামূল্যে রেশন পাবেন।

Advertisement
Advertisement

আগামী বছরের জুন মাস পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশিকা দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ২০২১ এর জুন মাস পর্যন্ত সমস্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেবে রাজ্য সরকার। সেই ঘোষণা মতো আজ সরকারি নির্দেশিকা এলো নবান্নের তরফে। রাজ্য খাদ্য দপ্তরের তরফে আজ এই নির্দেশিকা জারি করা হলো। নির্দেশিকা অনুসারে আগামী বছরের জুন মাস পর্যন্ত সমস্ত রাজ্যবাসী বিনামূল্যে রেশন পাবেন। খাদ্যসচিব পারভেজ আহমেদ সিদ্দিকি এই মর্মে নির্দেশিকা জারি করেছেন।

Advertisement
Advertisement

খাদ্য দপ্তরের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউন জারি থাকার জন্য গত ২৬শে মার্চ থেকে রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের আগস্ট মাস থেকে আগামী বছরের জুন মাস পর্যন্ত অর্থাৎ ২০২১ সালের জুন মাস পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া হবে। যে পদ্ধতিতে এতদিন মানুষ রেশন সংগ্রহ করছিলেন, সেই পদ্ধতিতেই রেশন সংগ্রহ করতে হবে। রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদনেই এই নির্দেশিকা জারি করা হলো বলেও জানানো হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, গত ৩০শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এই ঘোষণার কিছু সময় পরই মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন, আমরা আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেব। গতকাল শহীদ দিবসের ভার্চুয়াল সভায়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা যদি ক্ষমতায় থাকি তাহলে শুধু একবছরই নয়, বাংলার মানুষ সারাজীবন ফ্রিতে রেশন, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা পাবে।” গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই আজ খাদ্য দপ্তরের তরফে এলো এই নির্দেশিকা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button