ক্রিকেটখেলা

গ্যালারি শূন্য, খেলা থামিয়ে দর্শকাসন থেকে বল খুঁজছেন জাতীয় দলের ক্রিকেটাররা

×
Advertisement

করোনা ভাইরাস চীনের বাইরেও বেশ ভালোই প্রভাব বিস্তার করেছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) একে মহামারী ঘোষণা করে দিয়েছে। ভারতে এখন পর্যন্ত এই মারণ করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭৯ এবং প্রতিদিনই এই সংখ্যাটা বেড়েই চলেছে। ভারতবর্ষে এই মারন ভাইরাস এখন পর্যন্ত একজনের প্রান কেড়েছে। সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত এক ইতালিয় নাগরিক ভারতবর্ষেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ভারত নিজেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে অর্থাৎ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা (বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া) বাতিল করে দিয়েছে এবং দেশের মানুষকেও এই মুহূর্তে বিদেশে যেতে বারণ করেছে বিদেশমন্ত্রক।

Advertisements
Advertisement

ক্রীড়া ক্ষেত্রেও এই ভাইরাসের প্রভাব পড়েছে বেশ ভালোই। ক্রিশ্চিয়ানো রোলান্ডোর এক সতীর্থ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এমসিজিতে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শকের মধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার পর থেকে অনেকগুলো আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্ট বাতিল করে দেয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ বাতিল ঘোষণা করা হয়েছে এবং সর্বোপরি ২৯ শে মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত বলে ঘোষণা করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন : পিছিয়ে গেল আইপিএল, ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত

Advertisements
Advertisement

কয়েকটি ক্ষেত্রে বন্ধ দরজার মধ্যে ম্যাচ আয়োজন করা হচ্ছে। আজ বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে কোন দর্শককে প্রবেশ করতে দেয়া হয়নি। রবিবার আইএসএল এর ফাইনালটিও দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে। আজ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচেও একই চিত্র দেখা গেছে। সেখানে একটি বেশ মজাদার ঘটনা ঘটেছে, দর্শক শূন্য ম্যাচ হওয়ায় ছয় মারার পর গ্যালারিতে বল খুঁজে পেতে সমস্যা দেখা দেয় তখন মাঠের খেলোয়াড়েরা গিয়ে সেই বল খোঁজাখুঁজি করেন এবং তারপর আবার খেলা শুরু হয়। এই চিত্রটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির খোরাক ওঠে। অনেকেই বলেছেন আমাদের পাড়ার ক্রিকেটের মত বল খুঁজছে জাতীয় দলের ক্রিকেটাররা।

Related Articles

Back to top button