Today Trending Newsনিউজরাজ্য

ভিক্টোরিয়ায় মমতা মঞ্চ উঠতেই শুরু হল জয় শ্রীরাম ধ্বনি, প্রতিবাদে বক্তব্য রাখলেন না তিনি

"কাউকে ডেকে অপমান করা উচিত নয়", বললেন ক্ষুব্দ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Advertisement
Advertisement

আজ অর্থাৎ ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীতে একমঞ্চে মোদী ও মমতার উপস্থিতি নিয়ে সরগরম হয়ে গেছে গোটা বঙ্গ রাজনীতি। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তাল কাটলো। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কথা ছিল ভিক্টোরিয়ার অনুষ্ঠানে নরেন্দ্র মোদির (Narendra Modi)পাশাপাশি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তিনি এক ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়লেন। আর বলে গেলেন, কাউকে ডেকে অপমান করা উচিত নয়। কিন্তু কি এমন ঘটেছিল যার প্রতিবাদে তিনি বক্তব্য রাখলেন না?

Advertisement
Advertisement

আসলে আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল প্রধানমন্ত্রীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়ার মঞ্চ থেকে নেতাজি জয়ন্তী উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কিন্তু ভিক্টোরিয়ায় বক্তব্য রাখার জন্য মমতার নাম ঘোষণা হতে না হতেই একদল দর্শক জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শুরু করে। আর তাতেই বেজায় চটে যান মুখ্যমন্ত্রী। তিনি মঞ্চে উঠে বলেন, “আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কলকাতায় অনুষ্ঠান পালন করার জন্য। তবে কাউকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা উচিত নয়। আমি ঘটনার প্রতিবাদে এই অনুষ্ঠানের কোনো বক্তব্য রাখতে চাইনা।”

Advertisement

Advertisement
Advertisement

প্রসঙ্গত আজ সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি জয়ন্তী উদ্দেশ্যে নেতাজি ভবনে গিয়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেছিলেন। তারপর তিনি শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত ৮ কিলোমিটার পথে বর্ণাঢ্য মিছিল করেন। তারপর রেড রোডে এক মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে গলায় সুর তোলেন। সেই সাথে তিনি বলেছেন কলকাতাকে দেশের মধ্যে অন্যতম এক রাজধানী করতে হবে শুধুমাত্র দিল্লি কেন রাজধানী হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button