কলকাতানিউজ

রাজ্যে আগের থেকে উন্নতি হয়েছে করোনা পরিস্থিতির, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
Advertisement

কলকাতা: রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা রবিবারই ২ লক্ষ পেরিয়ে গিয়েছে৷ সোমবার গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ডের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষা নিয়ে খুশি বোর্ড৷ কারণ আগে থেকে রাজ্যে করোনা পরিস্থিতিতে অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে।

Advertisement
Advertisement

রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১৫ জন। সব মিলিয়ে এখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,০২,৭০৮। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ লক্ষ ৭৫ হাজার ১৩৯। পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯৪৫।

Advertisement

Advertisement
Advertisement

এ দিন বৈঠকের পরে মমতা জানান, “করোনার চিকিত্‍সা পরিষেবা নিয়েও খুশি বোর্ডের সদস্যরা৷ বর্তমানে রাজ্যে ২৩ হাজার ৬২৪ জন করোনা আক্রান্ত চিকিত্‍সাধীন৷ করোনায় মৃত্যুর হার ১.৯২ শতাংশ৷ গোটা ভারতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ৭৭ শতাংশ, আমাদের রাজ্যে তা ৮৬.৪০ শতাংশ৷

সংক্রমণের হার ৮.২১ শতাংশ৷ আমাদের রাজ্যে ৮.২১ শতাংশ৷ করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে৷ তবে এখনও আমাদের সতর্ক থাকতে হবে৷ মাস্ক, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে”।

 

 

 

Advertisement

Related Articles

Back to top button