নিউজরাজ্য

বিনামূল্যে ছানি অপারেশন ও ৮ লক্ষ ২৫ হাজার চশমা দেবে রাজ্য সরকার, নবান্নে ঘোষণা মমতার

"চোখের আলো" প্রকল্পের অধীনে আগামী ৫ বছর ধরে বিনামূল্যে রাজ্যজুড়ে ২০ লাখ মানুষের ছানি অপারেশন করা হবে

Advertisement
Advertisement

একুশের নির্বাচনের আগে শাসকদল কোনভাবেই পিছিয়ে থাকতে চায় না। তাই একের পর এক প্রকল্পে ঘোষণা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এবার বাংলার মানুষের চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন প্রকল্প “চোখের আলো’ এর সূচনা করলেন। তিনি নবান্ন সভাঘর থেকে জানিয়েছেন আগামী ৫ বছরব্যাপী চলবে এই প্রকল্প। তাদের মূল লক্ষ্য ২০২৫ সালের মধ্যে রাজ্যের সমস্ত মানুষক এ সমস্যা থেকে মুক্তি পাবেন।

Advertisement
Advertisement

চোখের আলো প্রকল্পের মূল লক্ষ্য হল, বয়স্কদের ছানি অপারেশন করা এবং নবীন থেকে প্রবীণ সকলের চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়েছেন, চোখের আলো প্রকল্পের অধীনে আগামী ৫ বছর ধরে বিনামূল্যে রাজ্যজুড়ে ২০ লাখ মানুষের ছানি অপারেশন করা হবে। সেই সাথে বিনামূল্যে দেওয়া হবে ৮ লক্ষ ২৫ হাজার চশমা। তিনি আরো জানিয়েছেন, এবার থেকে সমস্ত সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে। বিনামূল্যে ৪ লক্ষ ছাত্রছাত্রীকে চশমা দেওয়া হবে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা যায় তাদের চোখ পরীক্ষা করা হবে। এই কাজের ৩০০ এর বেশি সার্জেন্ট এবং প্রায় ৮০০ জন চোখের ডাক্তারকে নিযুক্ত করবে রাজ্য।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে জানিয়েছেন, চোখের আলো প্রকল্প মঙ্গলবার থেকে ১২০০ টি গ্রাম পঞ্চায়েত এবং ১২০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হয়ে যাবে। ধীরে ধীরে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতের শহরগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হবে। সেই সাথে তিনি জানিয়েছেন, তার এই প্রকল্পের মূল উদ্দেশ্য ২০২৫ সাল পর্যন্ত রাজ্যের সকলের চোখের যত্ন নেওয়া। প্রসঙ্গত প্রকল্পটির নাম ও লোগো মুখ্যমন্ত্রী খোদ তৈরি করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button