নিউজপলিটিক্সরাজ্য

‘আমি ক্রিকেটে লোকসভা এবং রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম’, পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলেন মমতা

তপনের সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বল ছুড়ে দিয়ে একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবারে প্রথম থেকেই রয়েছে অনুব্রত মণ্ডলের ট্রেডমার্ক ডায়লগ খেলা হবে। এই খেলা হবে ডায়লগ নিয়ে বারংবার মাঠে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এর আগেও ঘোষণা করেছিলেন, নানা ধরনের খেলাধুলায় তিনি পারদর্শী। এবারে বৃহস্পতিবার তপনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “আমি ক্রিকেটের লোকসভা এবং রাজ্যসভার বেস্ট প্লেয়ার হয়েছিলাম।” জনসভায় জনগণের উদ্দেশ্যে বল ছুড়ে দিয়ে বললেন মমতা।

Advertisement
Advertisement

প্রতিটি জনসভা শেষে নিয়ম করে মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে একটি ফুটবল ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফুটবলের উপরে আঁকা থাকে ঘাশফুলের একটি প্রতীক এবং নিচে দাঁড়িয়ে থাকা দলের কোন লোক ওই বল ক্যাচ করে। তপনের সভা থেকেও ঘাস ফুল আঁকা ফুটবল তিনি নিচে ছুড়ে দিলেন। তারপর বললেন, “তৃণমূলের সিম্বল আকা বল তুলে দিচ্ছি এক ভাইয়ের হাতে।”

Advertisement

কিন্তু দেখা যায় সেই দলের কর্মী ওই বলটিকে ক্যাচ করতে পারলেন না। তাতে বেজায় রুষ্ট হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বললেন, “তোমার দ্বারা হবে না, আমি আগেই জানতাম। অন্য ছেলেকে ডাকো। চেহারা দেখেই বুঝেছিলাম কোনদিনও খেলে না। খেলতে এসেছ! ও খেলেই না কোনোদিন।” তারপর অন্য একজন আসেন। পরের যুবকটি বলটিকে ক্যাচ করতে সক্ষম হয়েছিলেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের জীবনের স্মৃতি রোমন্থন করলেন।

Advertisement
Advertisement

মমতা বললেন, ‘একটু আধটু তো প্র্যাকটিস করতে হবে। আমার সব খেলার অভ্যাস আছে। আমি হাডুডু খেলতে পারি, সুইমিং করতে পারি, বল নাচাতে পারি, ব্যাডমিন্টন খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি। আমি ক্রিকেট খেলায় লোকসভা এবং রাজ্যসভার বেস্ট প্লেয়ার হয়েছিলাম। রোজ খেলার দরকার নেই। কিন্তু কাজে একটা উৎসাহ থাকা দরকার।”

Advertisement

Related Articles

Back to top button