বলিউডবিনোদন

Malaika Arora: ছেলে আরহান খানের সাথে এমন পোশাক পরে রাস্তায় বেরলেন মালাইকা অরোরা, ভক্তরা দেখে পাগল

×
Advertisement

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন অভিনেত্রী। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে এই মুহূর্তে একটি ভিন্ন কারণের সূত্র ধরেই চর্চার আলোয় উঠে এসেছেন তিনি।

Advertisements
Advertisement

খুব সম্প্রতি ‘পিআর বলিউড’ নামের ইউটিউব চ্যানেল থেকে মালাইকা অরোরার সাম্প্রতিক ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে। যেটি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী। কদিন আগেই নিজের ছেলে আরহান খানের সাথে সময় কাটাতে গিয়েছিলেন মালাইকা। আর সেখানেই পাপারাজিৎদের ক্যামেরার ধরা পড়েছেন অভিনেত্রী ও তার ছেলে। তবে এদিনও মালাইকাকে বেশ ভালোই রিভেলিং পোশাকে দেখা গিয়েছিল। আপাতত, সেই সূত্রেই একাংশের মাঝে কটাক্ষের তীরে বিদ্ধ মালাইকা।

Advertisements

সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে টপনটে কালো ডিপ নেক লাইন কাটিং ও হাই থাই স্লিটেড পোশাকে দেখা গিয়েছিল। সাদা স্নিকার্সে চোখে চশমা ছিল তার। এদিন এই পোশাকেই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল তাকে। খুব সম্ভবত নিজের ছেলের সাথেই ডিনারে গিয়েছিলেন তিনি। অবশ্য তাদের একসাথে রেস্তোরাঁ থেকে বেরোতেও দেখা গিয়েছিল এদিন। সাম্প্রতিক ভাইরাল হওয়ার ঝলকে সেই দৃশ্যও নজরে আসবে।

Advertisements
Advertisement

আর এই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মত, নিজের ছেলের সাথে এতো রিভিলিং পোশাকে বেরোনো উচিৎ হয়নি তার। এমনকি এদিন গাড়ি থেকে নামার সময় নিজের টোনড্ লেগ শোঅফ করতেও দেখা গিয়েছিল তাকে। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক পোশাকের জন্য যে আবারো একাংশের মাঝে কটাক্ষের তীরে বিদ্ধ হয়েছেন অভিনেত্রী, তা সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। তবে প্রতিবারের মতো এবারও এই ধরনের কটাক্ষকে পাত্তা দেননি অভিনেত্রী। বলাই বাহুল্য নিজের কাজের বাইরে সময় পেলেই ছেলের সাথে সময় কাটান তিনি। উল্লেখ্য, মালাইকা ও আরবাজ নিজেদের ব্যক্তিগত জীবন ও কাজের বাইরে যেটুকু সময় পান সেটা নিজেদের ছেলের সাথেই কাটাতে পছন্দ করেন। যার একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতে নজর রাখলেই মিলবে।

Related Articles

Back to top button