টেক বার্তা

প্যান কার্ড হারিয়ে ফেলেছেন? ঘরে বসে ১০ মিনিটে বানিয়ে ফেলুন নিজের নতুন প্যান কার্ড

Pan কার্ড বানিয়ে নিন নিজের ঘরে বসে, অবলম্বন করুন সহজ কিছু উপায়

Advertisement
Advertisement

আপনি কি আপনার Pan Card হারিয়ে ফেলেছেন ? যদি তাই হয়ে থাকে তবে আজকের এই প্রতিবেদন একমাত্র আপনার জন্য। সম্প্রতি Income Tax এর ওয়েবসাইটে আনা হয়েছে ই-প্যান কার্ডের ফিচার। সেই ফিচার ব্যবহার করে কেবল কিছু মিনিটে গ্রাহক নিজের প্যান কার্ড পেয়ে যাবেন এবং তা ডাউনলোড করতে পারবেন। কী ভাবছেন? কত সময় লাগবে? এই কাজটি করতে কেবল ১০ মিনিট সময় লাগবে।

Advertisement
Advertisement

Pan Card কী?

প্যান হল একটি ১০ সংখ্যার একটি ইউনিক নম্বর। এই নম্বর গ্রাহককে দেওয়া হয়ে থাকে Tax এর কার্যালয় থেকে। সাধারণত গ্রাহকরা এটিকে একটি প্লাস্টিকের কার্ডের মতো অবস্থায় ব্যবহার করে থাকেন। বলা বাহুল্য, বর্তমানে প্রতি ক্ষেত্রেই প্যান কার্ডের প্রয়োজন হয়। Bank এর বই ওপেন করা থেকে KYC করা সব কিছুতেই প্রয়োজন হয় Pan কার্ডের।

Advertisement

কী করে পাবেন e-Pan কার্ড?

১।প্রথমে Income Tax ওয়েবসাইটে লগ ইন করুন
২। সেখানে গিয়ে ক্লিক করুন Instant e-Pan কার্ড বিকল্পে।
৩। তারপরে New e-Pan বিকল্পে ক্লিক করুন।
৪। এইবার নিজের প্যান নম্বরটি লিখুন।
৫। যদি আপনার প্যান কার্ড নম্বরটি মনে না থাকে তবে Aadhaar কার্ডের নম্বরটিকে লিখুন।

Advertisement
Advertisement

৬। এর পরে Terms and Condition কে Accept করতে হবে।
৭। এর পরে আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটিকে লিখুন।
৮। তারপর Confirm করুন, তবে তার আগে সমস্ত তথ্য একবার দেখে নিতে হবে।
৯। এইবার আপনার Pan কার্ডটি আপনাকে আপনার ইমেল ID তে পাঠিয়ে দেওয়া হবে।
১০। নিজের ই মেল থেকে e-Pan কার্ড টিকে তারপর ডাউনলোড করুন।

Advertisement

Related Articles

Back to top button