নিউজদেশ

Mahila samman scheme: আজ থেকে এই বিনিয়োগ করা যাবে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পে, কি কি সুবিধা পাবেন মহিলারা?

আজ পহেলা এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে নতুন আর্থিক বছর

×
Advertisement

আজ পহেলা এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে নতুন আর্থিক বছর ২০২৩-২৪। এই নতুন আর্থিক বছর থেকে মহিলা সম্মান সঞ্চয় যোজনায় বিনিয়োগ করতে পারবেন মহিলারা। ১ ফেব্রুয়ারি ২০২৩-এ বাজে পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করেছিলেন, যার সুবিধা এখন থেকে মহিলারা নিতে পারবেন। মহিলা সম্মান সঞ্চয়ের শংসাপত্রের বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি ইতি মধ্যেই জারি করা হয়েছে অর্থ মন্ত্রকের তরফ থেকে।

Advertisements
Advertisement

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি বলছে, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে মহিলারা কেবল দু’বছরের আমানতের উপরে ৭.৫ শতাংশ সুদ পাবেন। কেবল মহিলারাই এই মহিলার সম্মান সেভিংস সার্টিফিকেট যোজনায় নাম লেখাতে পারবেন। অভিভাবকরা নাবালিকা মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পে 31 মার্চ ২০২৫ এর মধ্যে কোন মহিলা বা নাবালিকা মেয়ের নামে একাউন্ট খোলা যেতে পারে।

Advertisements

বিজ্ঞপ্তি বলছে, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট প্রকল্পের একাউন্টে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। এছাড়াও এই প্রকল্পে একাউন্ট ধারককে সিঙ্গেল একাউন্ট হোল্ডার হতে হবে। স্কিমের বিনিয়োগকারীদের বার্ষিক ৭.৫ শতাংশ করে সুদ দেওয়া হবে। প্রতি ত্রিমাসিকের পরে সুদের পরিমাণ একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। দুই বছর পর প্রকল্পের মেয়াদ পূর্তির পরে দুই নম্বর ফর্ম পূরণ করে একাউন্ট হোল্ডারকে টাকা তুলতে হবে। স্কিমের সময়সীমার এক বছর পূর্ণ হওয়ার পরে, অ্যাকাউন্ট হোল্ডারের কাছে পরিমাণের ৪০ শতাংশ তোলার অপশন থাকবে। যদি একাউন্ট হোল্ডার নাবালক হয় তাহলে অভিভাবক তিন নম্বর ফর্ম পূরণ করে ম্যাচিউরিটির পর টাকা তুলতে পারেন।

Advertisements
Advertisement

অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনার মত স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার বৃদ্ধি করেছে সরকার। এবার থেকে এই যোজনায় ৮% সুদ পাওয়া যাবে যা আগে ছিল ৭.৬% শতাংশ। তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের সুদের হার বৃদ্ধি করেনি সরকার। আগের ৭.১ শতাংশ রাখা হয়েছে সুদের হার। মধ্যবিত্তের জন্য নতুন অর্থবর্ষে দারুন খবর শুনিয়েছে মোদি সরকার। টুইট করে নতুন সুদের হার সম্পর্কে ঘোষণা করা হয়েছে অর্থ মন্ত্রকের তরফ থেকে। আগামী ৩০ জুন অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিক শুরু না হওয়া পর্যন্ত এই নতুন সুদের হার বলবৎ থাকবে বলে জানিয়েছে সরকার।

Related Articles

Back to top button