Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্কুল না খুললেও রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, বড় ঘোষণা পরীক্ষার্থীদের জন্য

গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপে রাজ্যের স্কুল-কলেজ বন্ধ আছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এই…

Avatar

গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপে রাজ্যের স্কুল-কলেজ বন্ধ আছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এই সময়ে স্কুল খোলা হবে নাকি সেই নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু আগামী বছরে স্কুল খুলুক বা না খুলুক বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি বা মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যে। একথা সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

২০২১ সালে রাজ্যে কবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সে বিষয়ে কোনো স্পষ্ট তারিখ জানানো হয়নি। সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক ও মার্চের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কবে পরীক্ষা হবে তা নিয়ে চিন্তিত পড়ুয়া তাদের অভিভাবক এমনকি শিক্ষক-শিক্ষিকারাও। শিক্ষকদের সংগঠন স্টেট ফোরাম অফ হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস এর তরফ থেকে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে। এছাড়াও করোনা পরিস্থিতিতে পরীক্ষা হলে কি করে স্বাস্থ্যবিধি মেনে চলা যাবে বা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ইত্যাদি বিষয় নিয়েও শিক্ষা দপ্তরকে প্রশ্ন করেছে তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, আগামী ডিসেম্বর মাস থেকেই স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে। সেক্ষেত্রে কলেজগুলিতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করাতে হবে। প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মুখে মাস্ক বাধ্যতামূলক। এছাড়াও কিছু সময় অন্তর কলেজকক্ষ জীবাণুমুক্ত করতে হবে। আপাতত কলেজ খুললেও স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কালীপুজো গেলে এই বিষয়ে বৈঠক করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।

About Author