Today Trending Newsনিউজরাজ্য

ব্রেকিং নিউজ: স্থগিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, তবে কবে? কি জানাল শিক্ষা দপ্তর

জুন মাসের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা দপ্তর

Advertisement
Advertisement

করোনা সংক্রমণে নাজেহাল গোটা দেশ। দৈনিক সংক্রমনের চাপে বেহাল অবস্থা বাংলার। এই পরিস্থিতিতে কিছুদিন আগে মধ্যশিক্ষা পর্ষদের থেকে ঘোষণা করা হয়েছিল যে পূর্বনির্ধারিত সূচি মেনে ১ লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা হবে না। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। এরপর আজ অর্থাৎ শনিবার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে গোটা জুন মাসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না। পরবর্তীকালে কবে পরীক্ষা হবে তার বিজ্ঞপ্তি দিয়ে দেবে শিক্ষা দপ্তর।

Advertisement
Advertisement

শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী জুন মাসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এরপর পরীক্ষা পুরোপুরি বাতিল করা হবে নাকি সেই নিয়ে আলোচনা চলছে। তবে হয়তো পুরোপুরি বাতিল করার কথা ভাবা হচ্ছে না। পরীক্ষা না দিলে কিসের ভিত্তিতে মূল্যায়ন হবে তা নিয়ে বিস্তর ধোঁয়াশা আছে। এদিকে করোনার কারণে অনেক স্কুল টেস্ট পরীক্ষা নিতে পারেনি। সেই নিরিখে টেস্টে প্রাপ্ত নম্বর অনুযায়ী রেজাল্ট করা যাবে না। ফলে ভবিষ্যতে নম্বর দেয়ার ক্ষেত্রে কি বিবেচনা করা হবে তা নিয়ে বৈঠক করবে শিক্ষা দপ্তর। তবে আপাতত জুন মাসে দুটি পরীক্ষা স্থগিত করা হল।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই রাজ্যে আগামীকাল থেকে ১৫ দিনের জন্য কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই কয়েকদিনে বাস, ট্রেন, মেট্রো, ট্যাক্সি, অটো ইত্যাদি সমস্ত ধরনের গন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী পরিষেবার সাথে যুক্ত গাড়ি চলাচল করবে। এছাড়াও জারি করা হয়েছে একাধিক বিধি নিষেধ। দরকার না পড়লে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button