লোকসভা নির্বাচনের মধ্যেই সাধারণ মানুষের মুখে ফুটল হাসি। গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো কমানো হল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। আরো ১০০ টাকা কমানো হয়েছে রান্নার গ্যাসের দাম। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যারা রান্নার গ্যাস বুক করেন তারা ভর্তুকি দিয়ে অনেক কম টাকায় পেয়ে যান এলপিজি গ্যাস সিলিন্ডার।
দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের অনগ্রসর মহিলারা বিনামূল্যে পেয়ে থাকেন এলপিজি গ্যাসের কানেকশন। দেশ জুড়ে বহু মহিলা এই সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। দেশের প্রতিটি ঘরে ঘরে যাতে জ্বালানি পৌঁছে যায় তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ২০২২ সালে প্রথমে ২০০ টাকা করে ভর্তুকি দেয় সরকার। তারপর ২০২৩ সাল থেকে দেওয়া হয় ৩০০ টাকা করে ভর্তুকি। উজ্জ্বলা যোজনার আওতায় মহিলারা ৯২৯ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করার পর ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হত সরকারের তরফে। আরো ১০০ টাকা দাম কমায় কয়েক মাসে ৮২৯ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করার পর ৩০০ টাকা ভর্তুকিতে মাত্র ৫২৯ টাকায় গ্যাস সিলিন্ডার পাচ্ছিলেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবার এই ভর্তুকির সময় বাড়ানো হল আরো এক বছর। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীসভা উজ্জ্বলা যোজনায় অতিরিক্ত ৩০০ টাকা ভর্তুকির মেয়াদ বাড়িয়েছে আরো এক বছর। এর আগে নারী দিবস উপলক্ষে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে অগাস্ট মাসে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোয় ছয় মাসে গ্যাসের দাম কমেছিল ৩০০ টাকা।
উল্লেখ্য, ২০১৬ সালে দেশের পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই প্রকল্পের সূত্রপাত করে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের অনগ্রসর মহিলারা বিনামূল্যে পেয়ে থাকেন এলপিজি গ্যাসের কানেকশন। দেশ জুড়ে বহু মহিলা এই সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের প্রতি উপভোক্তাকে বছরে ভর্তুকি সহ ১২ টি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়।