Today Trending Newsনিউজরাজ্য

বড় ঘোষণা রাজ্যের : লকডাউন কি আরও বাড়বে? কী জানালেন মুখ্যমন্ত্রী

×
Advertisement

কেন্দ্রীয় সরকারের তরফে লকডাউন বাড়ানো হয়েছিল ৩রা মে পর্যন্ত। ৪ই মে থেকে লকডাউন উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে লকডাউন আরও বাড়বে এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের মন্ত্রী গোষ্ঠীর সাথে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। সেই বৈঠক সেরে বেরোনোর পরই এমন ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বিশ্বের বহু দেশেই মে মাসের শেষ পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনে আপনাদের কষ্ট হচ্ছে জানি, কিন্তু আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনারা ঘরে থাকুন, বেরোবেন না।”

Advertisements
Advertisement

তবে তিনি এও বলেন, “লকডাউন বাড়ানো হবে একথা ঘোষণা করা হচ্ছেনা, বিশেষ কমিটির সুপারিশেই বাড়ানো হবে লকডাউন।” এদিন সাংবাদিকদের সামনে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের পরিস্থিতি এখনো উন্নত হয়নি। আমরা সবদিকেই নজর রাখছি। আপনারা দয়া করে বাড়িতে থাকুন। লকডাউন মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন।” জোন ভিত্তিক দোকানপাট খোলা নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী।

Advertisements

দোকানপাট খোলার কেন্দ্রীয় নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কেন্দ্রের তরফে কোনো সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। তবে গ্রিন জোনে যেখানে একটাই দোকান সেগুলি খোলা যাবে। তবে কোনো মার্কেট কমপ্লেক্স খোলা যাবেনা।” আজ মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে এটা অনেকটাই স্পষ্ট যে, ৩রা মে এর পর লকডাউন বাড়ছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button